দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংগীত তারকা আসিফ আকবর এবং মডেল জান্নাতুল নাঈম এভ্রিল ইতিপূর্বেও জুটি হয়ে কাজ করেছেন মিউজিক ভিডিওতে। নতুন করে আবারও একটি গানের মডেল হলেন এই দুই তারকা।
আসিফ ও পাপড়ির গাওয়া ‘যা পাখি’ শিরোনামের গানে মডেল হলেন মডেল জান্নাতুল নাঈম এভ্রিল। জুয়েল মাহমুদের কথায় এই গানটির সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ।
সম্প্রতি এর শুটিংয়ে অংশ নিয়েছেন আসিফ ও এভ্রিল। এস এম মিউজিক ক্লাব হতে প্রকাশ পেতে যাওয়া এই গানটির ভিডিও নির্মাণ করেছেন ওসমান মিরাজ।
উল্লেখ্য, ইতিপূর্বে সংগীত তারকা আসিফ আকবরের ‘কসম’ ও ‘চুপচাপ কষ্ট’ শিরোনামের গানে মডেল হন জান্নাতুল নাঈম এভ্রিল। দুটি গানেই বেশ ভালো সাড়া পান আসিফ ও এভ্রিল। তারই ধারাবাহিকতায় এবারও একসঙ্গে কাজ করলেন এই দুই তারকা।