দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতের গড়ে তোলা হয়েছে বিস্ময়কর কুরআনিক উদ্যান বা ‘হলি কুরআন পার্ক’। ইসলামের ইতিহাসে সত্যিই এক বিস্ময়কর বিষয়।
দেশটির দুবাই প্রদেশের আল-খাওয়ানিজ অঞ্চলে ৬৪ হেক্টর জমির ওপর গড়ে তোলা হয়েছে এই বিস্ময়কর পার্ক। পবিত্র কোরআনের বর্ণিত ঘটনার আলোকেই মূলত এটি নির্মাণ করা হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, গত ২৯ মার্চ এই কুরআনিক পার্কের উদ্বোধন করা হয়েছে। এরপর সবার জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়।
এক অফিসাল টুইটে বলা হয়, কুরআনিক পার্ক গড়ে তোলার মূল উদ্দেশ্যই হলো বিভিন্ন সংস্কৃতি ও ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে বিজ্ঞান ও সংস্কৃতির সেতুবন্ধ সৃষ্টি করা। কুরআনে বর্ণিত বিভিন্ন সৃষ্টি, উদ্ভিদ এবং ঘটনার সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে এই কুরআনিক গার্ডেনটি।
এই কুরআনিক গার্ডেনে রয়েছে মূল প্রবেশদ্বার, প্রশাসনিক ভবন, ইসলামিক বাগান, শিশুদের খেলার স্থান, দর্শনীয় স্থান, উন্মুক্ত আঙ্গিনা ও কুরআনের অলৌকিক ঘটনার বর্ণনাসমৃদ্ধ বিভিন্ন এলাকা।
কুরআনে বর্ণিত ঘটনার কোনো বর্ণনার চিত্রায়ন ও সাজসজ্জাই বাদ যায়নি এই পার্কে। এই পার্কে রয়েছে মরুদ্যান, পাম বাগান, নয়নাভিরাম লেক, চলমান রাস্তা ও সাইক্লিনিং ট্র্যাক এবং হাঁটার রাস্তা।
কুরআনে বর্ণিত দারুচিনি, জলপাই, মরিচ, রসুন, মরিচ, পেঁয়াজ, আদা, কুমড়া, তরমুজ, গম, তেঁতুল, আঙ্গুর, কলা, ডুমুর, ডাল, ভুট্টা, বার্লি, শসা, আম, কাছিড়, তুঁত এবং বিভিন্ন মসলার উদ্ভিদ দ্বারা সজ্জিত করা হয়েছে এই কুরআনিক পার্ক।
কুরআনিক গার্ডেনে এমন কিছু উদ্ভিদের বাগান রয়েছে, যার দ্বারা ভেষজ চিকিৎসা করা যায়। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ এবং দৃষ্টিনন্দন ঝরনা। এটি গ্লাস নির্মিত স্বচ্ছ ভবন। কুরআনের বর্ণনায় একটি গুহার আবহও তৈরি করা হয়েছে এই বিস্ময়কর পার্কে।
পবিত্র কুরআনে বর্ণিত ৫৪ প্রজাতির মধ্যে ৩৫টি পার্কের অভ্যন্তরে প্রদর্শিত হচ্ছে। অবশিষ্ট ১৫টি গ্রিন হাউজে প্রদর্শিত হবে এবং আরো ২০টি প্রজাতি পার্কের বাইরে প্রদর্শিত হবে।
পার্কে একটি টানেল আছে, যা অলৌকিক ঘটনার অডিওসহ চিত্র তুরে ধরতে ব্যবহার হচ্ছে। পর্যাপ্ত খোলা জায়গা এবং পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে এ কুরআনিক পার্কে। প্রকল্পটি নির্মাণে দুবাই মুদ্রায় ২৭ মিলিয়ন অর্থ ব্যয় করা হয়েছে।
কোন টিকেট ছাড়াই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। এই পার্ক সর্বশেষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শুধু মুসলমানদের জন্য নয়, এই পার্ক সবার জন্য উন্মুক্ত রয়েছে। কোরআনের বর্ণিত ঘটনার আলোকে প্রতিটি বিষয় এখানে তুলে আনা হয়েছে মানুষের অনুধাবনের জন্য।
এছাড়া এই উদ্যানে আছে গ্লাস হাউজ, শিশুদের খেলার স্থান, দর্শনীয় স্থান, কোরআনে বর্ণিত ঘটনার বর্ণনা সমৃদ্ধ এলাকা। আগত দর্শনার্থীর সুবিধার্থে প্রতিটি নির্মাণের পাশে লিখে দেওয়া হয়েছে কোরআনের বর্ণিত ঘটনার প্রসঙ্গিক আয়াত। এখানে কৃত্তিম গুহা নির্মাণ করা হয়েছে। এছাড়া ডিজিটাল মিডিয়া রয়েছে, যেখানে ঘটনার আলোকে প্রাসঙ্গিক ভিডিও দেখানো হচ্ছে। এই পার্কটি বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে বুদ্ধিভিত্তিক যোগাযোগের সেতু বন্ধন রচনা করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
এই পার্ক মুসলমানদের আগ্রহী করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মুসলমানের অর্জনগুলো অন্য ধর্মের মানুষকে আগ্রহী করছেন দেশটির কর্তৃপক্ষ।
This post was last modified on এপ্রিল ১৩, ২০১৯ 1:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…