দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ খৃস্টাব্দ, ৬ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ, ১৩ শাবান ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন। আরও জানতে পড়ুন বিস্তারিত –
যে ছবিটি আপনারা দেখছেন সেটি ঐতিহাসিক হেরাত জামে মসজিদ (مسجد جمعه هرات) এটি হেরাত বড় মসজিদ নামেও পরিচিত।
আফগানিস্তানের উত্তর-পশ্চিম প্রদেশের হেরাত শহরে অবস্থিত এই মসজিদটি একটি বিখ্যাত মসজিদ। মসজিদটি ঘুরি শাসক সুলতান গিয়াস উদ্দিন ঘুরি কর্তৃক নির্মিত হযয়েছিলো। তিনি ১২০০ খ্রিস্টাব্দে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে অনেক শাসক দ্বারা মসজিদটি সম্প্রসারিত হয়েছে। পরবর্তী সময়ে এর অনেক চকচকে টাইলস প্রতিস্থাপিত হয়েছে এবং পনেরতম শতাব্দির শেষের দিকে হেরাতের জামে মসজিদটির বর্তমান সংস্করণটির রূপ দেওয়া হয়।
এই জামে মসজিদটি কখনই হেরাতের সর্ববৃহৎ মসজিদ ছিল না; তিমুরিদ কর্তৃক গা্ওয়ারসাদ মাদ্রাসা এবং মসিজদের একটি সুবৃহৎ কমপ্লেক্স নির্মিত হয় যা শহরের উত্তর অংশে অবস্থিত। ওই স্থাপনাগুলো ১৮৮৫ সালে বিট্রিশ ভারতীয় সেনাবহিনী ধ্বংস করে দেয়। যাতে ওই দূর্গগুলো ব্যবহার করে রাশিয়ার সেনাবাহিনী ভারতের উপর আক্রমণ করতে যেনো না পারে।
তথ্যসূত্র: bn.wikipedia.org