৩০ বছর ধরে মানবশূন্য এক গ্রামের গল্প!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন একটি গ্রামের গল্প রয়েছে আজ যে গ্রাম ৩০ বছর ধরে মানবশূন্য অবস্থায় পড়ে রয়েছে। বিগত ৩০ বছর ধরে জনমানবশূন্য হয়ে ফাঁকা পড়ে রয়েছে!

খুব ছোট্ট একটি গ্রাম। গোটা গ্রামে সর্ব সাকুল্যে রয়েছে মাত্র ৬টি পাথরের বাড়ি। দীর্ঘদিনের অযন্তে সেগুলিও রং হারিয়ে ধূসর বর্ণ ধারণ করেছে। তবে গোটা গ্রাম বিগত ৩০ বছর ধরে ফাঁকাই পড়ে রয়েছে। স্থানীয়দের মুখে মুখে পরিত্যাক্ত এই গ্রামটিকে ঘিরে নানা ‘ভূতুড়ে’ গল্প-গুজবের কথা শোনা যায়।

স্থানীয়দের মধ্যে বিশ্বাস যে, সন্ধের পর এই গ্রামটিতে নেমে আসে অশরীরী, ভূত-প্রেতরা! চতুর্দিকের পরিবেশও কেমন যেনো থমথমে ভাব।

Related Post

স্পেনের উত্তরে গ্যালিসিয়ায় রয়েছে ‘আকোরাদা’ নামের ছোট্ট এই গ্রামটি। একটা সময় এখানে বসবাস করতেন ইগলেসিয়াস পরিবারভূক্ত সদস্যরা। তবে বিগত ৩০ বছর ধরে একেবারে ফাঁকা পড়ে রয়েছে এই আকোরাদা গ্রাম।

শুধুমাত্র ইগলেসিয়াস পরিবারের এক ৫৭ বছরের সদস্য তাদের পৈতৃক ভিটেমাটির দেখভাল করে আসছেন এই গ্রামে দীর্ঘদিন ধরে। তাহলে কী এমন ঘটলো যে নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে যেতে বাধ্য হলেন ইগলেসিয়াস পরিবারের সব সদস্যরা?

জানা গেছে, ২০০৮ সালে বিশ্বজুড়ে আর্থিক সংকটে উপার্জন হারিয়ে ব্যাপক সমস্যার মধ্যে পড়েন লক্ষ লক্ষ মানুষ। এই সময় বেঁচে থাকার তাগিদে, উপার্জনের চেষ্টায় গ্রাম ছেড়ে শহরে বসবাস শুরু করেন অনেকেই। আর্থিক সংকটের সঙ্গে সঙ্গে কিছুটা হলেও দায়ি এখানকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থা।

আধুনিক জীবনযাপনের কোনো সুযোগ-সুবিধা ছিল না এখানে। তাই একে একে ‘আকোরাদা’র বেশির ভাগ মানুষই অন্যত্র চলে গেছেন। স্পেনের ‘আকোরাদা’র মতো একের পর এক প্রায় জনশূন্য হয়ে পড়ে ইউরোপের এমন অনেক গ্রাম।

স্পেনের গ্রামোন্নয়ন দফতরের সমীক্ষা মতে, ২০৫০ সালের মধ্যে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষই শহরাঞ্চলে বসবাস করবেন। গ্রাম ছেড়ে শহরে বসবাসের এই সংখ্যাটা দিনের পর দিন যেনো বেড়েই চলেছে। সেইসঙ্গে গ্রামীণ এলাকায় বসতি ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে।

বহু বছর ধরে পরিত্যক্ত থাকার কারণে গ্রামের চেহারাই বদলে গেছে। লোকজনের বসবাস না থাকায় চতুর্দিকের পরিবেশও যেনো স্বাভাবিক ভাবেই থমথমে অবস্থা বিরাজ করছে। শুধু এটিই নয়, ইউরোপের এমন অন্তত ৪০টি পরিত্যক্ত গ্রাম বিদেশিরা কিনে নিয়েছেন।

জায়গাগুলির মালিকানা বদলের পর সেগুলির পরিবেশও অনেকটাই বদলে গেছে। গ্রামগুলিতে ফিরেছে আবার প্রাণের স্পন্দন! ‘আকোরাদা’র ক্ষেত্রেও এমনটাই আশা করা হচ্ছে।

This post was last modified on এপ্রিল ১৬, ২০১৯ 11:24 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

খাওয়া শেষ ৫ মিনিটেই! দ্রুত গতিতে খেলে কী কী ক্ষতি হতে পারে শরীরের?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই খেতে বসলে মিনিট পাঁচেকের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়।…

% দিন আগে

‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের অধীনে বরগুনার ১৮৫ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরগুনার আরডিএফ মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের…

% দিন আগে

আইফোনের ব্যাটারি হেলথ পরীক্ষা করার নিয়ম জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে যদি কৌতূহলী হয়ে থাকেন কিংবা…

% দিন আগে

তারিন অভিনীত ‘এটা আমাদের গল্প’ টালিউডে বেশ আলোচিত একটি সিনেমা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান এবার দেশের গণ্ডি পেরিয়ে কোলকাতার…

% দিন আগে

যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও তালবাহানা করছে ইসরায়েল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৭ মাসের যুদ্ধের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফা…

% দিন আগে

স্কুলে দেরিতে আসায় শিক্ষিকাকে বেদম মারধর অধ্যক্ষের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ে দেরি করে স্কুলে…

% দিন আগে