দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দেশের পুলিশ হারানো মানুষই খুঁজে দিতে পারে না। কিন্তু এমন দেশও রয়েছে যে দেশের পুলিশ হারানো ইঁদুরও খুঁজে দিতে পারে। সত্যিই এমন ঘটনায় হতবাক হতে হয়!
আমাদের দেশের পুলিশ হারানো মানুষই খুঁজে দিতে পারে না। কিন্তু এমন দেশও রয়েছে যে দেশের পুলিশ হারানো ইঁদুরও খুঁজে দিতে পারে। সত্যিই এমন ঘটনায় হতবাক হতে হয়
যে ইঁদুরটি খুঁজে দেওয়া হয় সেই ইঁদুরটি ছিল তার নিত্যসঙ্গী। একটি বাক্সে ভরে সব সময় সেটিকে নিজের সঙ্গেই রাখতেন। তবে ইঁদুরটিকে একদিন রেখে শৌচাগারে যাওয়ার পর ফিরে এসে খুঁজে পাননি ৫৯ বছর বয়সী ক্রিস। তার হারিয়ে যাওয়া সঙ্গী ইঁদুরটিকে অবশেষে খুঁজে দিয়েছে পুলিশ!
শুনতে অবাক মনে হলেও ইঁদুর খুঁজে এনে দেওয়ার এই কাজ সত্যিই পুলিশই করেছে। এমন আজব ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে।
সম্প্রতি হারিয়ে যাওয়া ইঁদুরকে খুঁজে বের করে ক্রিসের হাতে তুলে দিয়েছে নিউ সাউথ ওয়েলসের পুলিশ বিভাগ। প্রিয় পোষ্য লুসিকে ফেরত পেয়ে মহা খুশি হয়েছেন ক্রিস।
লুসি হারিয়ে যাওয়ার পর ক্রিস ভেবেছিলেন যে, হয়তো কেও তাকে চুরি করে নিয়ে গেছে। লুসিকে ফিরে পাওয়ার আশায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টওদেন তিনি।
তারপর স্থানীয়দের কাছ থেকেও ভালো সাড়া পেতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় লুসির ছবিটি ভাইরাল করে দেন ক্রিসের প্রতিবেশীরা।
সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেই বিষয়টি নিউ সাউথ ওয়েলস পুলিশের নজরে এসেছিলো। তারপরই ইঁদুরটিকে খুঁজতে শুরু করে দেয় পুলিশ! তাহলে ইঁদুর লুসিকে কীভাবে খুঁজে পাওয়া গেলো? নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে বলেছে যে, “লুসিকে একা বসে থাকতে দেখে এক নারী তাকে রাস্তা হতে তুলে বাড়ি নিয়ে যান।
পোষা হওয়ায় সম্ভবত সে বাধাও দেয়নি বা পালিয়ে যাওয়ার চেষ্টাও করেনি। কেও ইঁদুরটিকে ফেলে রেখে গেছে, এই ভাবনা হতে ইঁদুরটিকে নিজের বাড়িতে নিয়ে যান তিনি। ওই মহিলাই ইঁদুরটি আমাদের হাতে তুলে দিয়েছে।’’
আনন্দবাজার পত্রিকার খবরে আরও বলা হয়, তার হারানো ইঁদুর খুঁজে পেয়ে উচ্ছ্বসিত ক্রিস। পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন যে, ‘‘লুসিকে খুঁজে পেতে সবাইকে অনেক বিড়ম্বনার মধ্যে ফেলেছি আমি। ওকে খুঁজে পেয়ে খুব ভালো লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি লুসিও নিশ্চয়ই আমাকে অনেক মিস করেছে।’’
This post was last modified on এপ্রিল ২১, ২০১৯ 11:30 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…