দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাদক বিক্রেতাকে সাহায্য করার দায়ে জেলে যেতে হলো এক টিয়া পাখিকে। এমন একটি ঘটনা ঘটেছে ব্রাজিলে।
জানা যায়, অভিযুক্ত ওই টিয়া পাখিটি এক মাদক ব্যবসায়ী পালতেন। দেশটির পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গোপনে গ্রেফতার করতে গেলে ওই বাড়িতে থাকা টিয়া পাখিটি চিৎকার শুরু করে দেয়। বলতে থাকে, ‘মামা পুলিশ মামা পুলিশ’।
এই সময় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে বিভিন্ন মাদক এবং বিপুল পরিমাণে টাকা উদ্ধার করতে সক্ষম হয় দেশটির পুলিশ।
ওই অভিযানে যাওয়া এক পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, টিয়া পাখিটিকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, যতোই পুলিশ ওই বাড়ির কাছে যাচ্ছিলো ততোই টিয়া পাখিটি চিৎকার করতে থাকে।
ব্রাজিলের একজন স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, টিয়া পাখিটি মালিকের খুব অনুগত। আটক হওয়ার পর একটি কথাও সে বলেনি।
তবে আলেকজান্ডার ক্লার্ক নামে একজন পশু চিকিৎসক বলেছেন, পাখিটি ওই মাদক ব্যবসায়ীকে কোনো সাহায্য করেনি।
খবরে আরও বলা হয়, টিয়া পাখিটিকে বর্তমানে একটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তাকে ৩ মাস রাখা হবে। এরপর উড়তে শিখলে তাকে ছেড়ে দেওয়া হবে।
This post was last modified on মে ৪, ২০১৯ 7:47 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…