দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাকরুহ অর্থ অপছন্দনীয়। যে কাজ করলে গুনাহ হয় না; তবে ইসলামে অপছন্দ করা হয়েছে সেগুলোকেই বলা হয় মাকরুহ। অজান্তেই অনেক সময় রোজা মাকরুহ হয়ে যায়। জেনে নিন সেই বিষয়গুলো।
১. মিথ্যা কথা বললে রোজা মাকরুহ হয়।
২. গিবত কিংবা চোগলখোরি করলে রোজা মাকরুহ হয়।
৩. গালাগাল কিংবা ঝগড়া-ফ্যাসাদ করলে রোজা মাকরুহ হয়।
৪. কোনো কবিরাহ গুনাহে লিপ্ত হলে রোজা মাকরুহ হয়।
৫. সকালবেলায় নাপাক অবস্থায় থাকলে রোজা মাকরুহ হয়।
৬. রোজার কারণে অস্থিরতা বা কাতরতা প্রকাশ করলে রোজা মাকরুহ হয়।
৭. কয়লা, মাজন, টুথপাউডার, টুথপেস্ট বা গুল দিয়ে দাঁত মাজলে রোজা মাকরুহ হয়।
৮. অনর্থক কোনো জিনিস মুখের ভেতরে দিয়ে রাখলে রোজা মাকরুহ হয়।
৯. অহেতুক কোনো জিনিস চিবানো বা চেখে দেখলে রোজা মাকরুহ হয়।
১০. কুলি করার সময় গড়গড়া করলে রোজা মাকরুহ হয়।
১১. নাকের ভেতর পানি টেনে নিলে রোজা মাকরুহ হয় (তবে ওই পানি গলায় পৌঁছালে রোজা ভেঙে যাবে)।
১২. ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমা করে গিলে ফেললে রোজা মাকরুহ হয়।
১৩. ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে রোজা মাকরুহ হয়।
তথ্যসূত্র: দুররে মুখতার: ২/৪১৬, বাদাইউস সানায়ে: ২/৬৩৫, কিতাবুল ফিকহ: ১/৯২৩
This post was last modified on মে ১৪, ২০১৯ 10:07 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাষাগত ব্যবধান কমাতে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি বিল্ট–ইন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…