দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরান সমর্থিত বিভিন্ন বাহিনী থেকে হুমকি আসার পর ইরাক হতে কম গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের ফিরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
এছাড়া ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরানের আসন্ন হুমকি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
গত বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হতে দেওয়া এক বিবৃতিতে এই নির্দেশ দেওয়া হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাস এবং ইরবিল কনস্যুলেট হতে কর্মচারীদের সরিয়ে নেওয়ার কথা বলা হয়। প্রাথমিকভাবে মার্কিন পররাষ্ট্র বিভাগ হতে ইরাকে পোস্টিং পাওয়া ফুল-টাইম কূটনীতিকরা এই নির্দেশের আওতায় পড়েছেন।
এছাড়াও মার্কিন দূতাবাসের বিবৃতিতে জানানো হয় যে, এই নির্দেশের কারণে সাময়িকভাবে ইরাকে ভিসা কার্যক্রমও বন্ধ থাকবে।
এর আগের দিন (মঙ্গলবার) মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরানের আসন্ন হুমকি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করে।
যদিও এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এক সিনিয়র ব্রিটিশ কমান্ডার। তেহরান এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যায়িত করেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের কাছ থেকে তিনি আভাস পেয়েছেন যে দুই দেশের মধ্যে কথা লড়াই চললেও উত্তেজনাও অব্যাহত রয়েছে।
This post was last modified on মে ১৬, ২০১৯ 8:58 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…