লাইফস্টাইল

রং খেলার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে

দি ঢাকা টাইমস ডেস্ক।। নানা অনুষ্ঠানে আমরা রঙ নিয়ে অনেক মাতামাতি করি। রং ছাড়া যেন কোন আনন্দ জমেই না। বিশেষ করে বিয়ে, সুন্নতে খৎনা, বর্ষ বরণ সহ নানা অনুষ্ঠানে একে অন্যকে রং মাখাতে বা রং ছিটানোর মজায় আলাদা। তবে এই রং খেলার আগে কখনও কি ভেবেছেন কোনভাবে যদি এই রং একবার আপনার চোখে ঢুকে যায় তবে ব্যাপারটা কেমন হবে?

আমরা সাধারণত যে রং ব্যবহার করি তা নানা রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। আর রাসায়নিক উপাদান কখনোই চোখের জন্য ভাল নয়। চোখ হচ্ছে প্রতিটি প্রাণির সবচেয়ে সংবেদনশীল অঙ্গ। তাই চোখের ব্যাপারে একটু বেশিই সতর্ক হওয়া উচিৎ। আজ আমরা জানবো রং খেলার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে।

Related Post

১। এমন কোন রং ব্যবহার করবেন না যা ত্বকের ক্ষতি করে। বাজারে এমন অনেক রং পাওয়া যায়, যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। তাই একটু খরচ বেশি হলেও ভাল রং কেনার চেষ্টা করবেন।

২। সেই সমস্ত রং পরিত্যাগ করুন যা সহজে উঠতে চাই না। এতে আপনার পোশাক এবং ত্বক উভয়ই ক্ষতিগ্রস্থ হবে।

৩। এমন পোশাক পরিধান করুন যাতে শরীরের বেশিরভাগ অংশ ঢাকা থাকে। এতে আপনার শরীরে কম রং লাগবে।

৪। রং খেলার আগে অবশ্যই শরীরের যে অংশটুকু বাহির হয়ে থাকবে তাতে নারিকেলের তেল বা কোন লোশন মেখে নিন। তাহলে খুব সহজেই রং উঠে যাবে।

৫। রং বা আবির খেলার সময় অবশ্যই সান গ্লাস ব্যবহার করবেন। কোন কারণে যদি চোখের মধ্যে রং বা আবির ঢুকে যায় তবে নানা বিপদ হতে পারে। আর সান গ্লাস পরা থাকলে রং বা আবির সহজে চোখের মধ্যে ঢুকতে পারে না। ফলে আনন্দের পাশাপাশি কোন বিপদ ঘটার সম্ভবনা থাকে না।

৬। যদি কোনভাবে চোখের মধ্যে রং বা আবির ঢুকে যায় তবে কোনভাবেই চোখ কচলাবেন না। এতে সমস্যা আরো বেড়ে যেতে পারে। এমন সমস্যা হলে সঙ্গে সঙ্গে রং খেলা বন্ধ করে চোখে ঠান্ডা খাবার পানির ঝাপটা দিন। যদি এতেও সমস্যা ভাল না হয় তবে ফার্মেসি থেকে একটি সিরিঞ্জ কিনে তার সুচ ফেলে দিন। এখন ওই সিরিঞ্জে খাবার পানি ভরে চোখের মধ্যে পানি মারতে থাকুন। এতে রং বা আবির বের হয়ে যাবে। তবে যত দ্রুত সম্ভব চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে পরামর্শ নিন।

৭। যারা চোখে লেন্স ব্যবহার করেন তারা এমন আনন্দ থেকে একটু দূরে থাকায় ভাল। তবে এমন আনন্দ করতে চাইলে লেন্স খুলে রেখে ভাল পাওয়ারযুক্ত চশমা পরতে পারেন। নইলে লেন্স পরা অবস্থায় এমন আনন্দ করতে গেলে মারাত্মক বিপদ হতে পারে।

৮। এছাড়া কিছু মানুষের চোখে এলার্জি থাকে। সামান্য একটু সমস্যা দেখা দিলেই চোখ চুলকানো, চোখ ফুলে যাওয়া সহ নানা সমস্যা দেখা দেয়। এমন ব্যক্তিদের এই আনন্দ থেকে দূরে থাকায় উত্তম।

৯। শরীরের কোথাও যদি ক্ষত থাকে তবে রং খেলার আগে অবশ্যই সেই স্থান ভাল করে ঢেকে বা ফার্স্ট এইড টেপ লাগিয়ে নিন। নইলে ক্ষততে রং লেগে বিপদজনক অবস্থা সৃষ্টি হতে পারে।

This post was last modified on মে ১৯, ২০১৯ 9:09 পূর্বাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই যাবে না হামাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ…

% দিন আগে

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে

হৃদয় কাড়া এক অসম্ভব সুন্দর বাংলাদেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৬ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৩ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে