দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি চরম গরম পড়ছে। গরমের চোটে মানুষ যেনো দিশেহারা। কি ঘরে, কি বাইরে সবখানেই একই অবস্থা। আর এই গরম হতে বাঁচতে মানুষ নানা কৌশল অবলম্বন করেন যেমন এক ব্যক্তি গাড়িকে অতি গরম থেকে বাঁচাতে গোবরের প্রলেপ দিয়েছেন!
গ্রীষ্মের এই দাবদাহে নাজেহাল সর্বস্তরের মানুষ। সর্বত্রই জেঁকে বসেছে এক ভ্যাপসা গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর হচ্ছে সূর্যের তেজ। সন্ধ্যা নামলেও যেনো স্বস্তি নেই। দিনভর চড়া রোদ সঙ্গী করেই চলেছে মানুষের দৈনন্দিন কাজকর্ম। এই হাসফাঁস দশা থেকে মুক্তি পাওয়ার জন্য অভিনব এক পন্থা খুঁজে বের করলেন ভারতের আহমেদাবাদের এক বাসিন্দা! তিনি গরমের হাত থেকে বাঁচতে নিজের গাড়িতে গোবরের প্রলেপ দিয়েছেন! যা ইতিমধ্যেই নজর কেড়েছে ইন্টারনেট দুনিয়ায়। রাতারাতি ভাইরালে পরিণত হয়েছে এই গোবরের প্রলেপ দেওয়া গাড়িটি!
কারণ হলো গরমের কাছে কোনোভাবেই যেনো হার মানছিলো ভারতের আহমেদাবাদের বাসিন্দা সেজাল শাহের গাড়ির এসিটি। তাই যাতায়াতের পথে নিজেদের আরামের কথা মাথায় রেখেই নিজের সাধের গাড়ি গোবরের প্রলেপে মুড়ে ফেলেছেন সেজাল।
কয়েকদিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় ওই গাড়ির ছবি পোস্ট করেন রূপেশ গৌরাঙ্গ দাস নামে জনৈক যুবক। সেই ছবিতে দেখা যায় গোবরের প্রলেপে ঢেকে ফেলা হয়েছে একটি বিশাল বহুল গাড়ি। নিজের পোস্টে রূপেশ লিখেছেন যে, “গোবরের সর্বশ্রেষ্ঠ ব্যবহার!”
জানা যায়, আহমেদাবাদের বর্তমান তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রির মতো। তাই এই পদ্ধতি অবলম্বন করেছেন ভারতের আহমেদাবাদের বাসিন্দা সেজাল শাহ।
ছবিটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে কীভাবে এই কাজটি করা হয়েছে, তা জানতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। কেওবা আবার জিজ্ঞেস করেছেন গোবরের কটি স্তর গাড়ি ঠাণ্ডা রাখতে সক্ষম? ইতিমধ্যেই এই গাড়িটি ভাইরালও হয়ে গেছে।