দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৮ জুন ২০১৯ খৃস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
সহায় সম্বল সব হারিয়ে বাঁধের উপরে নতুন ঘর বাঁধা। কুড়ে ঘর হলেও এটিই এখন তাদের কাছে শান্তির নীড়।
আমাদের দেশের যেসব অঞ্চল অত্যন্ত নিচু বা নদীর ভাঙ্গনে মানুষের সব কিছু বিলিন হয়ে যায়। সেইসব অঞ্চলের মানুষগুলো সব কিছু হারিয়ে আবারও বাঁচার স্বপ্ন দেখে ঠিক এভাবেই। বাঁধের উপরের এই ঘরটি ছোট্ট একটি ঘর হলেও এটিই তাদের কাছে শান্তির নীড়!
এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ছবিটি ফেসবুক হতে প্রাপ্ত।