দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিদিনই কেও না কেও এভারেস্টে যান। অন্তত সেখানে গেলে মানুষের লাইন দেখা যায় এমন খবরও আজকাল শোনা যায়। মানুষ সেখানে গিয়ে আবর্জনা ফেলবে সেটিও হয়তো খুব স্বাভাবিক। এবার এভারেস্ট হতে ৪ হাজার কেজি আবর্জনা উদ্ধারের খবর এসেছে সংবাদ মাধ্যমে!
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে সাম্প্রতিক সময় অভিযাত্রীদের দীর্ঘ লাইনের ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। এ থেকেই বোঝা যায় যে, পর্বতারোহীদের হার দিনকে দিন বাড়ছে।
যখন প্রচুর মানুষের আগমন ঘটে তখন খুব স্বাভাবিকভাবেই সেখানে ময়লা-আবর্জনার স্তুপও বাড়বে সেটিই স্বাভাবিক। আর তাই মানুষের আগমনের সঙ্গে বেড়েছে তাদের ফেলা আবর্জনার পরিমাণও। গত মাসে আবর্জনা পরিষ্কারের পর এ মাসেও এভারেস্ট হতে বর্জ্য সরানো হয়েছে। সম্প্রতি নেপালের সেনাবাহিনী জানিয়েছে, এভারেস্ট হতে ৪ হাজার কেজি আবর্জনা পরিষ্কার করা হয়েছে। এভারেস্ট হতে আবর্জনা সরানোর দায়িত্বে রয়েছে নেপালের সেনাবাহিনী, ট্যুরিজম বোর্ড, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অব নেপাল ও খুম্বু পাসাং লামু রুরাল মিউনিসিপ্যালিটি।
সেনাবাহিনীর একজন মুখপাত্র বিজ্ঞান দেব পান্ডে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবারই প্রথম পর্বত হতে আবর্জনা সরানোর দায়িত্ব নিয়েছেন তারা। জুনের মধ্যে এভারেস্টের বাকি ৩ হাজার কেজি বর্জ্যও নামিয়ে আনা হবে।
তারপর অন্যান্য পর্বতেও পরিষ্কার অভিযান চালাবেন তারা। এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত আবর্জনা পরিষ্কারের এই দায়িত্বে ছিলেন ১২ জন শেরপা। তারপর দফায় দফায় হেলিকপ্টারে করে তা কাঠমান্ডুতে আনা হয়। একটি সংস্থার মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহারের ব্যবস্থাও করা হচ্ছে বলেও জানানো হয়েছে।