দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স মাত্র ৮ বছর। অথচ এই বয়সে ১০৬টি ভাষা রপ্ত করে শোরগোল ফেলে দিয়েছে ভারতের চেন্নাইয়ের শিশু নিয়াল!
বয়স মাত্র ৮ বছর। অথচ এই বয়সে ১০৬টি ভাষা রপ্ত করে শোরগোল ফেলে দিয়েছে ভারতের চেন্নাইয়ের শিশু নিয়াল!
এই বয়সে নিয়াল ১০৬টি ভাষায় লিখতে পড়তে এমনটি বলতেও পারে! তাক লাগানো এই বিস্ময় বালক বর্তমানে চেন্নাইয়ের সুপারহিরো। তার পুরো নাম নিয়াল থগুলুভা।
এনডিটিভির এক খবরে জানা যায়, শুধুমাত্র ভাষা রপ্ত করেই থেমে থাকেনি নিয়াল। ইন্টারনেট ও ইউটিউবের সাহায্য নিয়ে সে ইতিমধ্যেই ১০৬টি ভাষায় অনর্গল কথাও বলতে পারে। শুধু কথা বলায় নয়; এসব ভাষায় নিজের মাতৃভাষার মতো করে লিখতেও পারে নিয়াল।
এই বিষয়ে নিলালের ভাষ্য হলো, ‘আমি নিজেও জানতাম না। ধীরে ধীরে নেট ও ইউটিউব ঘাঁটতে ঘাঁটতেই বোধহয় আগ্রহী হলাম ভাষা সম্বন্ধে। আর এভাবেই একসময় দেখলাম যে ১০৬টি ভাষা শিখে ফেলেছি। এরমধ্যে আবার ১০টি ভাষা তো রীতিমতো ঠোঁটস্থ। আপাতত আরও ৫টি ভাষা শিখছি।’
ছেলের এই অবিশ্বাস্য প্রতিভার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন নিয়ালের বাবা শঙ্কর নারায়ণ। নিয়াল পড়াশুনার পাশাপাশি বর্তমানে ভাষা নিয়েই মজে রয়েছে। তার প্রধান লক্ষ্য, পৃথিবীর সব ভাষায় রপ্ত করা।