দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ জুলাই ২০১৯ খৃস্টাব্দ, ২৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, ৭ জ্বিলক্বদ ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
সত্যিই এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য। এমন এক প্রাকৃতিক সৌন্দযপূর্ণ দেশ হলো লুক্সেমবার্গ। দেশটির জিডিপি ১ লাখ ১ হাজার ৯৩৬ মার্কিন ডলার।
ধনী দেশগুলোর তালিকায় লুক্সেমবার্গ দীর্ঘদিন ধরে নিজেদের নাম উপরে রেখেছে। এখানকার রক্ষণশীল নীতির সঙ্গে স্বাস্থ্যবান শিল্পখাত এবং স্টিল সেক্টর এই দেশের সম্পদের মূল উপাদান। ইউরোপের ছোট্ট এই দেশটি যদিও পুরোপুরিভাবে এখনও শহর হিসেবে গড়ে তোলা হয়নি। কারণ হলো এখানকার বেশিরভাগই গ্রামীণ পরিবেশ। সঙ্গে রয়েছে নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যও।
বিশাল শিল্পখাত থাকা স্বত্বেও দেশজুড়ে সবুজের ছোঁয়া লুক্সেমবার্গকে বিশ্বজুড়ে পরিচিত হয়েছে একটি মডেল দেশ হিসেবেই। পর্যটন খাতও এই দেশটির উপার্জনের অন্যতম একটি মাধ্যম। এই দেশের অর্থনীতি অত্যন্ত উদ্ভাবনমুখী। আবার লুক্সেমবার্গের মুদ্রাস্ফীতির হারও অনেক কম।
তথ্য: https://roar.media ও ছবি: https://www.fitreisen.de এর সৌজন্যে।