দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনে মুসলিম শিশুদের জোরপূর্বক পরিবার ও ধর্মীয় বিশ্বাস হতে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য।
চীনের জিনঝিয়াংয়ে জোর করে কয়েক হাজার’ উইঘুর মুসলিম শিশুকে পরিবার, ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব ভাষার ব্যবহার হতে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যাদের অনেককেই পরিবার হতে তুলে নেওয়া হয়েছে ২/৩ বছর আগে। নতুন গবেষণায় উঠে এসেছে এমন অনেক ভয়াবহ তথ্য।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কেবলমাত্র একটি শহর থেকেই লাপাত্তা হয়েছে অন্ততপক্ষে ৪শ’ শিশু। একই পরিবার হতে ৩/৪ জন শিশুও রয়েছে এই নিখোঁজ তালিকার মধ্যে। এদের অনেকেরই বাবা-মা হয় বন্দি ক্যাম্পে বা কারাগারে। চীনের এই জিনঝিয়াংয়ে ২৪ ঘণ্টাই বিদেশি সাংবাদিকদেরকে নজরদারিতে রাখা হয়।
তুরস্কে পালিয়ে আসা ৬০ স্বজন ও শতাধিক শিশুর নির্মম পরিণতির বর্ণনা দিয়েছেন বিবিসির কাছে। গত বছর মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে যে, জিনঝিয়াংয়ে প্রায় ১০ লাখ উইঘুর মুসলিমকে বন্দি করে রেখে নিজস্ব ধর্মীয় বিশ্বাস পরিত্যাগে বাধ্য করা হচ্ছে।
অবশ্য চীন সরকার এই অভিযোগ অস্বীকার করে দাবি করে যে, এদেরকে কারিগরি প্রশিক্ষণ দিতেই জড়ো করা হয়েছে।