Categories: বিনোদন

নতুন জেমস বন্ড হবেন এক কৃষ্ণাঙ্গ নারী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘বন্ড, জেমস বন্ড’- বিখ্যাত সেই সংলাপটি কে আওড়াবেন। কে হবেন পরবর্তী জেমস বন্ড। তা নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা। সিরিজের নতুন ছবিতে এই রহস্যের সমাধান থাকবে বলে শোনা যাচ্ছে।

জানা গেছে, ব্রিটিশ তারকা ড্যানিয়েল ক্রেগ পঞ্চমবারের মতো জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেন। তারপর আর আয়ান ফ্লেমিংয়ের কালজয়ী এই চরিত্রটিতে তিনি ফিরবেন না তা মোটামুটিভাবে নিশ্চিত। তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা জানতে অধীর আগ্রহ রয়েছে ভক্তদের মধ্যে। তবে এখানে রয়েছে বিশাল একটা চমক! আর সেই চমকটি হলো বন্ড সিরিজের ২৫তম কিস্তিতে দেখা যাবে, বিখ্যাত এই গোয়েন্দার মশাল নতুন একজন অভিনয়শিল্পীর হাতে তুলে দেওয়া হচ্ছে।

আমেরিকান টিভি চ্যানেল ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, জিরো জিরো সেভেন যিনি হচ্ছেন তার নাম জানলে চমকে উঠবেন ভক্তরা। সংবাদ সংস্থাটির তথ্য বলছে যে, পরবর্তী জেমস বন্ড হতে চলেছেন একজন নারী, আবার তাও কৃষ্ণাঙ্গ! আর তিনি হলেন লাশানা লিঞ্চ। এর মাধ্যমে ইতিহাস গড়তে চলেছেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। এবারই প্রথম কোনও নারীকে শত্রুকে শায়েস্তা করার লাইসেন্স দেওয়া হবে। সেইসঙ্গে কৃষ্ণাঙ্গ একজন তারকা পাচ্ছেন এই গুরু দায়িত্ব।

লাশানা লিঞ্চ, ড্যানিয়েল ক্রেগ ও পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা

এই লাশানা লিঞ্চ নতুন কেও নন। ‘ক্যাপ্টেন মার্ভেল’ দেখে থাকলে তার সঙ্গে আগেই পরিচয় হয়ে গেছে দর্শকদের। ছবিটিতে বিমান বাহিনীর পাইলট চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি। এবার বন্ড সিরিজের ২৫তম ছবিতে কাজ করছেন ব্রিটিশ ওই তরুণী।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল বলেছে, লাশানা লিঞ্চকে চরিত্রটি পাইয়ে দিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন ২৫তম বন্ড ছবির অন্যতম চিত্রনাট্যকার ফোবি ওয়ালার ব্রিজ। বন্ড সিরিজ সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, নতুন পর্বের শুরুতে এম (রালফ ফাইনেস) চরিত্রের মুখে শোনা যাবে যে, ‘কাম ইন জিরো জিরো সেভেন।’ তখন তার দিকে এগিয়ে আসবেন লাশানা। তাই কৃষ্ণাঙ্গ এই সুন্দরীকেই নির্মাতারা নতুন বন্ড হিসেবে বেছে নিয়েছেন।

একটি সূত্র বলেছে, খুব স্বাভাবিকভাবেই নারী জিরো জিরো সেভেনকে আকর্ষণের চেষ্টা করে জেমস বন্ড। তবে তার সব কৌশলই ব্যর্থ হয়। কারণ কৃষ্ণাঙ্গ এই নারীর চরিত্রটি বেশ মেধাবী। সে কারণে প্রথম দর্শনেই ঘনিষ্ঠ হয়ে যায় না সে।

(বাঁ থেকে) লেয়া সেদু, আনা ডি আরমাস, ড্যানিয়েল ক্রেগ, নাওমি হ্যারিস ও লাশানা লিঞ্চ

জানা যায়, অ্যাকশনসহ বন্ড ছবির ২৫তম পর্বের চিত্রনাট্যেও থাকবে চেনা সব উপকরণ। বন্ডের ঘোরশত্রু আর্নস্ট স্টাভ্রো ব্লোফেল্ড চরিত্রে ফিরছেন অস্ট্রিয়ান- জার্মান অভিনেতা ক্রিস্তফ ওয়াল্টজ। এই পর্বে মূল ভিলেন হিসেবে থাকছেন অস্কারজয়ী অভিনেতা রামি মালেক। তবে তার শুটিংয়ের সময় বরাদ্দ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। সে কারণে মহরতে থাকতেই পারেননি তিনি।

শুধু তাই নয়, নাম চূড়ান্ত না হওয়া ছবিটির জন্য প্রস্তুতি নিতে গিয়েই গোড়ালির ইনজুরিতে পড়েন ক্রেগ। আরও বিভিন্ন কারণে বন্ড সিরিজের ২৫তম পর্ব আলোচিত-সমালোচিত হয়েছে। ‌

জানা গেছে, অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর ব্রিটিশ পরিচালক ড্যানি বয়েল চুক্তি করেও পরে সরে দাড়ান। এই ছবিটি পরিচালনার দায়িত্ব পান মার্কিন নির্মাতা ক্যারি জোজি ফুকুনাগা। একসময়ের বন্ডকন্যা গ্রেস জোন্স সেটে গিয়েও নিজের চরিত্রের উপস্থিতি খুবই কম অভিযোগ তুলে ছবিটি ছেড়ে চলে যান। এছাড়াও শুটিং চলাকালে বিস্ফোরণের ঘটনার জন্ম ঘটে।

এই ছবিটিতে আরও অভিনয় করছেন লেয়া সেদু, আনা ডি আরমাস, বেন হুইশো, জেফ্রি রাইট, নাওমি হ্যারিস, রোরি কিনিয়ার, রালফ ফাইনেসসহ অনেকেই। ২০২০ সালের ৮ এপ্রিল ২৫তম বন্ড ছবিটি মুক্তি পাবে।

This post was last modified on জুলাই ২৪, ২০১৯ 5:31 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কোমল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে যে ফেসপ্যাকে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…

% দিন আগে

পড়ে গেলেও ভাঙবে না এমন এক স্মার্টফোন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…

% দিন আগে

ওজন কমাতে তাড়াহুড়ো করলেই ঘটতে পারে বিপদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…

% দিন আগে

এবার আইস্ক্রিনে আসছে শাকিবের ‘দরদ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…

% দিন আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…

% দিন আগে

কিছুতেই ঘুম ভাঙছে না ‘অলস’ সন্তান! ছানাকে জাগিয়ে তুলতে অভিনব পন্থা নিলো মা-হাতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…

% দিন আগে