দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরীক্ষায় নকল করার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো এবার ভারতের গুজরাটে। প্রায় এক হাজার পরীক্ষার্থীর খাতার উত্তর হুবহু একই! কিভাবে এমন ঘটনা ঘটতে পারে?
শুধু তাই নয়, সকলের ভুলগুলোতেও অকাট্য মিল রয়েছে! তাও আবার ঘটেছে বোর্ড পরীক্ষায়। খাতা দেখতে গিয়ে স্তব্ধ হয়ে গেছেন শিক্ষকরাও। আর ঘটনা হলো একই বিষয়ে নয়, একাধিক বিষয়ে গণহারে নকলও করা হয়েছে। এমন একটি ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।
পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা দেখা হচ্ছিল। খাতা দেখা শুরুর কিছুক্ষণের মধ্যেই চোখ কপালে ওঠে যায় গুজরাট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের শিক্ষকদের! খাতা দেখতে গিয়ে শিক্ষকরা দেখলেন, ৯৫৯ জন পরীক্ষার্থীর খাতার উত্তরও হুবহু এক! শুধু তাই নয়, ওই সব উত্তরপত্রের মধ্যে ভুলগুলোও হুবহু মিলে যাচ্ছে!
গণহারে এমন নকল করার এই ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসেছেন বোর্ড কর্মকর্তারা। তারা জানিয়েছেন যে, রাজ্যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এতো বড় নকলের ঘটনা ইতিপূর্বে কখনও ঘটেনি। অ্যাকাউন্টিং, অর্থনীতি, ইংরাজি সাহিত্য ও রাশিবিজ্ঞানে এই নকলের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ড।
এই ঘটনায় দেশটির রাজ্যজুড়ে তোলপাড় চলছে। নকল করা ওইসব শিক্ষার্থীদের ফল ২০২০ সাল অবধি আটকে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ড কর্তৃপক্ষ।
This post was last modified on জুলাই ১৮, ২০১৯ 12:20 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…