দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৭ আগস্ট) রাত স্থানীয় সময় ১০টা ৪০ মিনিটের সময়ি শহরের পশ্চিমে শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে যে, এটি একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হতে পারে। কারণ হলো, ঘটনাস্থলে তারা একজনের মরদেহ দেখতে পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এই ঘটনার দায় স্বীকার করেনি।
ইতিপূর্বে গত ৭ আগস্ট কাবুল পুলিশ স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে ১৪ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয় প্রায় ১৫০ জন।
তার আগে গত ৩১ জুলাই আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় ৩৪ বাসযাত্রী নিহত হয়। বালা বুলুক জেলার কান্দাহার-হেরাত মহাসড়কে এই ঘটনাটি ঘটেছিলো। এতে আহত হন ১৭ জন।
উল্লেখ্য, গত ৭ জুলাই আফগানিস্তানে গোয়েন্দা বাহিনীর একটি কার্যালয়ে গাড়িবোমা হামলায় ১২ জন নিহত হয়। যারমধ্যে ৮ জনই ছিলো নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি ৪ জন বেসামরিক লোক ছিলো।