The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গ্রামের একটি মাটির মসজিদ

গ্রামে এমন মসজিদ রয়েছে বহু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ খৃস্টাব্দ, ১৫ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, ২৮ জ্বিলহজ্ব ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

গ্রামের একটি মাটির মসজিদ 1

গ্রামের একটি মাটির মসজিদ। শহরে একটি মসজিদ তৈরি করতে লাখ লাখ টাকা খরচ করা হয়। অথচ গ্রামে এমন মসজিদে থাকে না ফ্যান, থাকে না কোনো কার্পেট। হয়তো শুধু মাদুরের উপরে নামাজ পড়তে হয় মুসুল্লিদের।

গ্রামে এমন মসজিদ রয়েছে বহু। যেখানে শহরের মসজিদগুলোতে দেখা যায় এসিসহ কতো রকম সুযোগ সুবিধা। সেখানে গ্রামের মসজিদগুলো থাকে না ভালো অজুর ব্যবস্থা। হয়তো পুরোনো মাদুরের ওপর কোনো মতে নামাজ আদায় করছেন এলাকার মুসুল্লিরা। অথচ শহরের মানুষ বড় বড় মসজিদে বহু অর্থ দান করেন। কিন্তু গ্রামের মসজিদে দান করার মতো কাওকে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। আজকের সকালে এমন সুন্দর একটি মসজিদের ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ। ছবিটি ফেসবুক হতে প্রাপ্ত।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...