দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার পদত্যাগের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। খবর বাংলাদেশ নিউজ২৪ডটকমের।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব।’ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। তবে দলের সভানেত্রী সৈয়দ আশরাফের পদত্যাগপত্র গ্রহণ করেননি।
বাংলাদেশ নিউজ২৪ জানিয়েছে, আজ রোববার সকালে এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ একে গুজব বলে উল্লেখ করেন। পদত্যাগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতারাও এ ঘটনাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, গাজীপুর সিটি নির্বাচনে হারের পর প্রধানমন্ত্রী লন্ডন ও বেলারুশ সফর শেষে দেশে ফিরে আসার পর সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রীর কাছে দলের সাধারণ সম্পাদকের পদে ইস্তফা দিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করে। গত কয়েকদিনের আলোচ্য বিষয় ছিল সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের বিষয়টি।