দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৭৪ বছর বয়সে এসে জমজ দুই কন্যা সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এক ভারতীয় নারী! তাদের খবর এখন অনলাইন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভাইরাল!
জানা গেছে, বিয়ের ৫৭ বছর পর যজম সন্তানের জন্ম দিলেন অন্ধ্যপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার দ্রাক্ষারাম ব্লকের নেলাপার্থিপদু গ্রামের বাসিন্দা ৭৪ বছর বয়সী মঙ্গায়াম্মা। সকাল সাড়ে ১০ টার দিকে গুন্টুরের অহল্যা নার্সিং হোমে জমজ সন্তানের জন্ম দেন তিনি।
সংবাদ মাধ্যমের সংবাদে জানা যায়, মঙ্গায়াম্মা ১৯৬২ সালের ২২ মার্চ ইরামতী রাজা রাও-কে বিয়ে করেন। তবে সেই থেকে নিঃসন্তানই ছিলেন ওই দম্পতি। একাধিক হাসপাতাল এবং চিকিৎসক দেখিয়েও আশানুরূপ কোনো ফল তারা পাননি।
সম্প্রতি তাদেরই একজন প্রতিবেশী ৫৫ বছর বয়সে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতির মাধ্যমে গর্ভধারণ করেন। তারপরই মঙ্গায়াম্মা দম্পতি ওই নার্সিং হোমে ছুটে যান, কথা বলেন ডা. সনক্কায়ালা ও ডা. উমাশঙ্করের সঙ্গে।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাজা রাওয়ের স্পার্ম সংগ্রহ করার পর মঙ্গায়াম্মারের গর্ভে তা প্রতিস্থাপন করা হয়। তারপর গর্ভবতী হওয়া পর্যন্ত ওই চিকিৎসকের নজরদারিতেই রাখা হয় মঙ্গায়াম্মাকে।
জানা গেছে, অবশেষে সম্প্রতি সিজারিয়ান বিভাগে ডা. উমাশঙ্কর ওই নারীর সফল অস্ত্রপচার করেন। চিকিৎসক জানিয়েছেন, মা ও দুই সন্তান সকলেই ভালো রয়েছেন।
মঙ্গায়াম্মার জানিয়েছেন, ‘আমরা ভেবেছিলাম সন্তান ছাড়াই হয়তো আমাদের শেষ নি:শ্বাস ত্যাগ করতে হবে। তবে ৫৫ বছর বয়সেও আমাদের এক প্রতিবেশীকে সন্তানের জন্ম দিতে দেখে আর বসে থাকিনি। আমি আইভিএফ-এর সহায়তা নিই। আমার স্বামীও এতে সম্মতি জানান।’
৭৮ বছর বয়সে জমজ সন্তানের পিতা হতে পেরে খুশি রাজা রাও। তিনি জানিয়েছেন যে, ‘আমি নিজেকে সত্যিই খুব সুখী মানুষ মনে করছি। বিগত ৯ মাস ধরে আমরা হাসপাতালেই ছিলাম। আজ সন্তানের মুখ দেখে সব কষ্টের কথা যেনো ভুলে গেছি। আমরা আমাদের দুই সন্তানকেই খুব সযত্মে রাখবো এবং মানুষ করবো।’
চিকিৎসকদের ধারণা যে, তিনিই হয়তো সন্তান জন্ম দেওয়া সব থেকে বয়স্ক ভারতীয় হতে পারেন। ইতিপূর্বে এই শিরোপা ছিল রাজস্থানের বাসিন্দা দলজিন্দর কউর-এর, যিনি ২০১৬ সালের ১৯ এপ্রিল ৭০ বছর বয়সে আইভিএফ-এর সহায়তায় একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন।
This post was last modified on সেপ্টেম্বর ৯, ২০১৯ 4:17 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…