দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমানের টয়লেট নিয়ে মাঝে-মধ্যেই বিপত্তি ঘটার খবর পাওয়া যায়। কখনও কখনও টয়লেটের দরজা ভেবে বিমানের দরজা খোলার মতো ঘটনাও ঘটে। এবার ঘটেছে টয়লেটে যাত্রী আটকে পড়ার ঘটনা। যে কারণে শেষ পর্যন্ত বদলে গেছে বিমানের গন্তব্য! অন্য একটি বিমান বন্দরে নামতে বাধ্য হয় ইউনাইটেড এয়ারলাইনসের এই বিমানটি।
বিমানের টয়লেট নিয়ে মাঝে-মধ্যেই বিপত্তি ঘটার খবর পাওয়া যায়। কখনও কখনও টয়লেটের দরজা ভেবে বিমানের দরজা খোলার মতো ঘটনাও ঘটে। এবার ঘটেছে টয়লেটে যাত্রী আটকে পড়ার ঘটনা। যে কারণে শেষ পর্যন্ত বদলে গেছে বিমানের গন্তব্য! অন্য একটি বিমান বন্দরে নামতে বাধ্য হয় ইউনাইটেড এয়ারলাইনসের এই বিমানটি।
সাধারণভাবে দেখা যায়, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় নির্দিষ্ট গন্তব্যের পূর্বে উড়োজাহাজকে অন্যত্র অবতরণ করাতে হয় পাইলটকে। তবে আশ্চর্য হলেও সত্যি যে টয়লেটে এক যাত্রী আটকে পড়ার কারণে ইউনাইটেড এয়ারলাইনসের একটি উড়োজাহাজের গতিপথ শেষ পর্যন্ত বদলে দিতে হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডি.সি. হতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের দিকে যাচ্ছিলো ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট। তবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পূর্বেই কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি নামাতে বাধ্য হন পাইলট। গত ২৫ সেপ্টেম্বরে এমন একটি ঘটনার জন্ম হয়।
আমেরিকান বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ওই বিমানটির টয়লেটে একজন যাত্রী আটকা পড়েন। এই সময় টয়লেটের দরজা অকেজো হয়ে পড়ে। আটকা পড়া ওই যাত্রী কোনোভাবেই টয়লেটের দরজা খুলতে পারছিলেন না। তাই এই যাত্রীর নিরাপত্তার জন্য বিমানটি নির্দিষ্ট গন্তব্যের পূর্বে অন্যত্র অবতরণ করতে বাধ্য হয় বিমানটির পাইলট।
ইউনাইটেড এয়ারলাইনস বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেছে, বিমান অবতরণের পর ওই নারী যাত্রীকে টয়লেট হতে উদ্ধার করা হয়েছে। তবে ওই নারী যাত্রী কোনও আঘাত পাননি।
ইউনাইটেড এয়ারলাইনসের ১৫৫৪ নম্বর ফ্লাইটের যাত্রীরা জানিয়েছেন, ওই নারী প্রায় একঘণ্টার মতো টয়লেটে আটকে ছিলেন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, স্থানীয় সময় রাত ৮টা ৩৮ মিনিটে বিমানটি সানফ্রান্সিসকো পৌঁছানোর কথা থাকলেও ডেনভারে বিমানটি নেমে যায় সন্ধ্যা ৭টা ২১ মিনিটে। এর দুই ঘণ্টা পর সানফ্রান্সিসকোর উদ্দেশে উড়ে যায় ইউনাইটেড এয়ারলাইনসের ওই বিমানটি।
This post was last modified on অক্টোবর ৮, ২০১৯ 11:13 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ কিনে খেলে লাভের চেয়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), দেশের আইটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যে, অবশেষে গাজায় চলমান সহিংসতা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর কর্নাটকের সক্লেশপুরের হাদিগে গ্রামে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৮ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি বিষয় হলো সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না।…