রানি এলিজাবেথ কখনও পায়ে নতুন জুতা পরেন না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রানি এলিজাবেথকে সবাই চেনেন ও জানেন। তিনি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার কোনো খবর প্রকাশ পেলে সেটি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। যেমনটি ঘটেছে এবার।

রাজা-রানি খাবার খাওয়ার আগে রাঁধুনি সেই খাবার খেয়ে দেখেন তারপর তাদের সেই খাবার খাওয়ানো হয়। এই রীতি বহু দিনের পুরনো। রানি জুতা পায়ে দেওয়ার পূর্বে সেই জুতা পরে দেখেন রানির ছায়াসঙ্গী এমন কোনো কথা খুব কমই শোনা গেছে। তবে সম্প্রতি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বিষয়ে এমন একটি কথাই শোনা গেছে।

৯৩ বছর বয়সী এই রানি এলিজাবেথ কোথাও যাওয়ার পূর্বে যে জুতা পরেন, সেই জুতা তার পোষাক প্রস্তুতকারী সঙ্গী তথা রানির ছায়াসঙ্গী অ্যাঞ্জেলা ক্যালি প্রথমে পরে দেখেন। তিনি যদি সেই জুতা পরে আরাম অনুভব করেন তাহলে সেই জুতা পায়ে দিয়ে থাকেন বাকিংহাম প্যালেসের রানি।

Related Post

রানির ছায়াসঙ্গী ক্যালি পিপল ম্যাগাজিনে ‘দ্যা আদার সাইড অফ দ্য কয়েন’-এই বিষয়টি সামনে নিয়ে আসেন। ক্যালি বলেন, রানি পরার আগে যে কোনো জুতা তিনিই আগে পরে দেখেন। রানি পরে আরাম পাবেন কিনা সেই বিষয়টি মাথায় রাখতে হয় তারও। যদি তাতে তিনি নিজে যখন সন্তুষ্ট হন তারপরই সেই জুতা পরেন রানি।

অ্যাঞ্জেলা ক্যালি আরও বলেন, রানি এলিজাবেথর সময়ও অতি মূল্যবান। তাই তার পক্ষে জুতা পরে দেখার সময়ও থাকে না। তাই রানির জুতা আগে তিনিই পরে দেখেন সব সময়। কারণ হলো তাদের দুজনের পায়ের মাপও একই।

সংবাদ মাধ্যমের এক খবরে জানা যায়, ২০০৭ সাল হতে দীর্ঘ ১২ বছর ধরে রানির ওয়ারড্রোব ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন স্টিওয়ার্ট পারভিন। তিনি জানিয়েছেন যে, প্রতিদিনই বিকালে রানি প্রাসাদের বাগানে ঘুরতে বের হন। সেই সময় তার জন্য প্রতিদিনই একটি করে নতুন জুতা বের করা হয়। সেই জুতাও আগে অন্য কেও পরে দেখেন। তারপরই সেটি পরেন রানি। তবে রানিও জানিয়েছেন, তার এতে কোনও রকম সমস্যা হয় না। কারণ হলো তিনি খুব কম সময় ধরেই জুতা পরে হাঁটেন। তাই অন্য কেও তার জুতা পরে পরীক্ষা করে দিলে সেটিই তারজন্য ভালো হয় বলে উল্লেখ করেছেন রানি নিজেও। তাই রানীর কোনো দিনই নতুন জুতা পরা হয় না। কেও একজন একবারের জন্য হলেও পরে তারপর তাঁকে দেন। তাই সেই হিসেবে রানি এলিজাবেথ কখনও পায়ে নতুন জুতা পরেন না!

This post was last modified on নভেম্বর ৩, ২০১৯ 10:59 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে

হৃদয় কাড়া এক অসম্ভব সুন্দর বাংলাদেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৬ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৩ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে

প্রথম পারিশ্রমিক ছিলো ৫০ রুপি: বর্তমানে প্রতি ছবিতে নেন ২০ কোটি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা যশ। যিনি সবার…

% দিন আগে