দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমদের জন্মদিন। সাহিত্য ও টিভি নাটকের মতো চলচ্চিত্রেও মুন্সিয়ানা দেখিয়েছেন এই কথা সাহিত্যিক। বরেণ্য এই কথা সাহিত্যিকের জন্মদিনে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।
নব্বইয়ের দশকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন হুমায়ূন আহমেদ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ৮টি চলচ্চিত্র নির্মাণ করেন। সব চলচ্চিত্রেরই কাহিনী, চিত্রনাট্য ও প্রযোজনা ছিলো তারই। বরেণ্য এই লেখকের আজ জন্মদিন। তার নির্মিত উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র এখানে তুলে ধরা হলো।
‘আগুনের পরশমণি’ ১৯৯৪ সালে নির্মিত চলচ্চিত্র। এটি হুমায়ূন আহমেদের প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি নির্মাণ করতে সময় লাগে ৪ বছর। এই চলচ্চিত্রটিতে অভিনয় করেন আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, বিপাশা হায়াতসহ অনেকেই। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এই চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
‘শ্রাবণ মেঘের দিন’ ২০০০ সালে নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রটি হলো হুমায়ূন আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র। নন্দিত এই কথাসাহিত্যিকের লেখা ‘শ্রাবণ মেঘের দিন’ উপন্যাস অবলম্বনে নূহাশ চলচ্চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। অভিনয় করেছেন জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ, আনোয়ারা, মুক্তি, গোলাম মুস্তাফা, সালেহ আহমেদ, ডা. এজাজসহ অনেকেই।
‘শ্যামল ছায়া’ ২০০৪ সালে নির্মিত চলচ্চিত্র। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্রটি। এটি ২০০৬ সালে একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারে ‘সেরা বিদেশি ভাষা’ বিভাগে প্রতিযোগিতার জন্য পাঠানো হয়েছিলো। এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, মেহের আফরোজ শাওন, রিয়াজ, তানিয়া আহমেদ, আহমেদ রুবেলসহ অনেকেই।
‘আমার আছে জল’ ২০০৮ সালে নির্মিত চলচ্চিত্র এটি। নিজের লেখা উপন্যাস ‘আমার আছে জল’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেন এই কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। অভিনয় করেছেন জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, সালেহ আহমেদসহ আরও অনেকেই।
‘ঘেটুপুত্র কমলা’ ২০১২ সালে নির্মিত চলচ্চিত্র এটি। এই চলচ্চিত্রটিই হলো হুমায়ূন আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন শিশুশিল্পী মামুন। আরও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তমালিকা কর্মকার, কুদ্দুস বয়াতিসহ অনেকেই।
This post was last modified on নভেম্বর ১৩, ২০১৯ 2:06 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…