দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ইন্দোনেশিয়ায় নতুন ঘর-সংসার করছেন মডেল-অভিনেত্রী সাবিলা নূর। স্বপ্নের মতো সাজিয়েছেন তিনি তার সংসারকে। তার শোবারঘর যেনো ফুলের বাগান, স্নান করতে ঝরনা ও নীল সাগরও রয়েছে। সাগরের প্রবাল, ঝিনুক ও গাঙচিলরা তাদের অতিথি।এমনটিই যেনো দেখা গেছে একটি ভিডিওতে।
ইন্দোনেশিয়ায় নতুন ঘর-সংসার করছেন মডেল-অভিনেত্রী সাবিলা নূর। স্বপ্নের মতো সাজিয়েছেন তিনি তার সংসারকে। তার শোবারঘর যেনো ফুলের বাগান, স্নান করতে ঝরনা ও নীল সাগরও রয়েছে। সাগরের প্রবাল, ঝিনুক ও গাঙচিলরা তাদের অতিথি।এমনটিই যেনো দেখা গেছে একটি ভিডিওতে।
তাছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেসব ছবি সেখানে দেখা গেছে দিগন্ত প্রসারিত ফুলের বাগান ঘেঁষা করিডর। তার ভেতরে লোহার রেলিং এসে ঠেকেছে একটি ঘরেরে মধ্যে। শুভ্র-সফেদ বিছানায় লাল গোলাপের পাঁপড়িতে লেখা রয়েছে আই লাভ ইউ। কোথাও যেনো এতোটুকু কোনো রকম খুঁত নেই।
এই নিখুঁত সংসারের প্রাণ হলো সাবিলা-নেহাল। এটিই আপাতত অভিনেত্রী সাবিলা নূর এবং তার বর নেহাল সুনন্দ তাহেরের নতুন ওই ঘর-সংসার। বিয়ের পর সম্প্রতি দিন কয়েকের জন্য ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ঘর বেঁধেছেন এই দম্পতি। মধুচন্দ্রিমাতে সেখানেই অবস্থান করছেন এই নতুন দম্পতি।
গত ১২ নভেম্বর বালিতে যান এই নবদম্পতি। সেখানেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তারা। তাদের আনন্দঘন মুহূর্ত মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সাবিলা নূর। যদিও প্রাথমিকভাবে তারা ইউরোপের গ্রিসে মধুচন্দ্রিমা করতে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। পরে তাতে পরিবর্তনও আসে।
গত ২৫ অক্টোবর নানা জল্পনা-কল্পনার শেষে ঘটা করে প্রেমিককে বিয়ে করেন অভিনেত্রী সাবিলা নূর। তার বিয়েতে উপস্থিত ছিলেন শোবিজের বহু তারকাই। অভিনন্দন এবং শুভেচ্ছায় ভেসেছেন এই দম্পতি। দীর্ঘদিনের বন্ধু ও বর নেহাল সুনন্দ তাহের পেশায় একজন বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কর্মরত।
জানা গেছে, তিন বছর পূর্বে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় ঘটে সাবিলা নূরের। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দুজনের একসঙ্গে পথচলার সিদ্ধান্ত গ্রহণ করেন।
সাবিলা ভক্তদের উদ্দেশে জানিয়েছিলেন যে, আমাদের বন্ধুত্বের সম্পর্ক তিন বছরের। সেই বন্ধুত্ব থেকেই একবন্ধনে আবদ্ধ হয়েছি আমরা। সবার কাছে তাই দোয়া চাই।
উল্লেখ্য, সাবিলা নূর ২০১৪ সাল হতে মডেলিং শুরু করেন। শুরুতে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় উঠে আসেন তিনি। তারপর অভিনয় শুরু করেন।
This post was last modified on নভেম্বর ২৯, ২০১৯ 10:33 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাঁচা মরিচ আমাদের রান্নাঘরের এক অপরিহার্য উপাদান। খাবারের স্বাদ, গন্ধ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…