বিমানবন্দরে তরুণীর ব্যাগে ১১ কেজি পেঁয়াজ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁয়াজ নিয়ে যেনো লঙ্কাকাণ্ড হয়ে যাচ্ছে। পেঁয়াজের দাম বাড়ার পর থেকে নানা রকম কাণ্ড হতে শোনা যাচ্ছে। এবার পাওয়া গেলো বিমানবন্দরে তরুণীর ব্যাগে ১১ কেজি পেঁয়াজ!

রিনি রাজীউন তিসা নামের এক তরুণীর কাছে ওই পেঁয়াজ পাওয়া গেছে। ছুটি কাটিয়ে দেশে যখন ফিরলের তখন শাহজালাল বিমানবন্দরে তার লাগেজ খুলে পাওয়া গেছে ১১ কেজি পেঁয়াজ!

ব্যাগ ভর্তি পেঁয়াজ দেখে বিমানবন্দরের কাস্টমসের কর্মকর্তারাতো অবাক বনে যান। তিনি কর্মকর্তাদের জানিয়েছেন, বাবা-মা পেঁয়াজ চাইলেন তাই অন্যসব বাদ দিয়ে চীন হতে নিয়ে এসেছেন এই পেঁয়াজ।

Related Post

রিনি রাজীউন তিসা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। কাজের একঘেয়েমিতা দূর করতে ছুটি পেলেই ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। গত ১৪ নভেম্বর ছুটি পেয়েই চীনে যান এই ভ্রমণপিপাসু তরুণী।

তিসা জানালেন, দেশে ফেরার পূর্বে ফোনে বাবা-মাকে জিজ্ঞেস করি কী আনবো তোমাদের জন্য? বাবার সাফ জবাব, কিছুই লাগবে না। তবে যদি নেহায়েত আনতেই চাও, তো কয়েক কেজি পেঁয়াজ নিয়ে এসো। শুনেছি ওখানে পেঁয়াজের দাম নাকি অনেক কম। ঢাকায় পেঁয়াজের দাম ২৫০ টাকা কেজি হয়েছে।

বাবার এমন কথা না মেনে পারলেন না মেয়ে তিসা। ফেরার পূর্বে সোজা চলে যান একটি মুদি দোকানে। গিয়ে দেখেন ১১ কেজি পেঁয়াজ অবশিষ্ট রয়েছে সেই দোকানটিতে। সব পেঁয়াজই তিনি কিনে নেন।

তিসা জানিয়েছেন, অন্য কোনো উপহার না কিনে বাংলাদেশী টাকায় প্রতি কেজি ৩৮ টাকা দরে ১১ কেজি পেঁয়াজ কিনে বাবা-মাকে উপহার দেবেন। ঢাকায় বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা ওই পেঁয়াজ দেখে যেমন মুচকি হেসেছিলেন চীনের ওই মুদি দোকানের বিক্রেতাও সেভাবেই হেসেছেন।

তিসা জানিয়েছেন, চীনের ওই দোকানের বিক্রেতা আমার পেঁয়াজ কেনার কারণে বেশ অবাক হয়ে দেখেছিল। ১১ কেজি হবার পর একটা পেঁয়াজ বেশি ছিল, সেটাও গিফট হিসেবে দিয়ে দেন দোকানী। কোনো বিদেশী ভ্রমণে গিয়ে এতো পেঁয়াজ কিনেছে এটি নাকি ওই দোকানীর প্রথম অভিজ্ঞতা।

তিসা আরও জানিয়েছেন, দেশের বাইরে ভ্রমণে গেলে সেখান থেকে বাবা-মার জন্য উপহার কিনে এনেছি বহু বার। এতে তারা খুশিও হয়েছেন। তবে এবার পেঁয়াজ পেয়ে তারা যতোটা খুশি হয়েছেন এতোটা খুশি হতে আগে কখনও দেখিনি!

This post was last modified on ডিসেম্বর ১, ২০১৯ 9:51 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

গাজা এবং লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…

% দিন আগে

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে