দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফোর্বস পত্রিকার বিচারে বিশ্বে ধনকুবেরদের তালিকায় আরও এগিয়ে গেছেন ভারতের মুকেশ আম্বানী। এবার তিনি গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিনকে পেছনে ফেলে নবম স্থানে রয়েছেন। মোট ৬০.৫ বিলিয়ন ডলার বা যা দাঁড়াচ্ছে বাংলাদেশী মুদ্রায় ৫,১২,৫৯৮ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার সম্পত্তি। এই সম্পত্তির মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানী। আর তাই তিনি এখন বিশ্বের নবম বিত্তবান ব্যক্তি। ফোর্বস তালিকায় দশম এবং একাদশ স্থানে রয়েছেন যথাক্রমে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। তাদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৫ হাজার ৯৬০ কোটি ডলার ও ৫ হাজার ৭৫০ কোটি ডলার।
ফোর্বস পত্রিকার বিচারে বিশ্বে ধনকুবেরদের তালিকায় আরও এগিয়ে গেছেন ভারতের মুকেশ আম্বানী। এবার তিনি গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিনকে পেছনে ফেলে নবম স্থানে রয়েছেন। মোট ৬০.৫ বিলিয়ন ডলার বা যা দাঁড়াচ্ছে বাংলাদেশী মুদ্রায় ৫,১২,৫৯৮ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার সম্পত্তি। এই সম্পত্তির মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানী। আর তাই তিনি এখন বিশ্বের নবম বিত্তবান ব্যক্তি। ফোর্বস তালিকায় দশম এবং একাদশ স্থানে রয়েছেন যথাক্রমে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। তাদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৫ হাজার ৯৬০ কোটি ডলার ও ৫ হাজার ৭৫০ কোটি ডলার।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ফোর্বসের তালিকার অষ্টম স্থানে রয়েছেন গ্রুপো কার্সোর মালিক শিল্পপতি কার্লোস স্লিম হেলু ও তার পরিবার। অপরদিকে সপ্তম ধনকুবের ইন্ডিটেক্স ফ্যাশন গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যামান্সিও ওর্তেগা। ওরাকল করপোরেশনের মালিক ল্যারি এলিসন রয়েছেন এই তালিকার ৬ নম্বরে।
ফেসবুক মালিক মার্ক জাকারবার্গ হলেন ফোর্বস পত্রিকার বিচারে বিশ্বের পঞ্চম ধনকুবের। এই তালিকায় চতুর্থ ধনকুবের বার্কশায়ার হ্যাথওয়ের প্রতিষ্ঠাতা কর্ণধার ওয়ারেন বাফেট।
মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা ও অতীতের ধনীতম শিল্পপতি বিল গেটস বর্তমানে বিশ্বের তৃতীয় ধনকুবের। অপরদিকে ফ্যাশন সংস্থা লুই ভিতোঁ’র কর্ণধার বার্নার্ড অ্যারনল্ট পেয়েছেন দ্বিতীয় স্থান।
আর সবাইকে টেক্কা দিয়ে ফোর্বস পত্রিকার তালিকার শীর্ষে উঠে এসেছেন অ্যামাজন ডটকম’র কর্ণধার জেফ বেজোস। এই বছর মার্চে ফোর্বস আরও একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় মুকেশ আম্বানী ছিলেন ত্রয়োদশ স্থানে। সেখান থেকে আরও চার ধাপ এগিয়ে এসেছেন মুকেশ আম্বানী।
This post was last modified on ডিসেম্বর ২, ২০১৯ 1:04 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…