Categories: বিনোদন

নতুন সিরিয়ালে দেখা যাবে ইমতু রাতিশকে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীপ্ত টিভির ‘পালকি’ সিরিয়ালের জামাই সোহেল চরিত্রে অভিনয় করে আলোচনায় চলে আসেন ইমতু রাতিশ। এবার তাকে নতুন সিরিয়ালে দেখা যাবে।

দীপ্ত টিভির ‘পালকি’ সিরিয়ালের জামাই সোহেল চরিত্রে অভিনয় করে আলোচনায় চলে আসেন ইমতু রাতিশ। এবার তাকে নতুন সিরিয়ালে দেখা যাবে। উপস্থাপনার বাইরে অভিনেতা হিসেবে দীপ্ত টিভির ‘পালকি’ সিরিয়ালে চরিত্রে জামাই সোহেল নামে তিনি সবখানে পরিচিতিও পেয়েছিলেন। ২০১৫ সালে ওই সিরিয়ালটি শুরু হয়ে ২০১৮ সালের এপ্রিলে গিয়ে শেষ হয়। ৭৩৭ পর্বে প্রচারিত ‘পালকি’র পর নতুন সিরিয়ালে অভিনয় করছেন ইমতু রাতিশ।

নতুন এই মেগা সিরিয়ালটির নাম ‘ইষ্টি কুটুম’। ইমতু চ্যানেল আই অনলাইনকে বলেন, ২ বছর পর আবারও নতুন সিরিয়ালে কাজ করছি। দীপ্ত টিভির ‘পালকি’ দিয়ে অনেক পরিচিতি পেয়েছি। দেশের বিভিন্ন স্থানে কাজের সুবাদে গেলে সবাই আমাকে পালকির ‘জামাই সোহেল’ নামে ডাকেন। ওই কাজটি দিয়ে প্রচুর ফিডব্যাকও আমি পেয়েছি। এতোদিন বিষয়টি বেশ উপভোগও করেছি। নতুন করে আবার সিরিয়ালে কাজ করছি। সংবাদ মাধ্যমকে এমনটিই জানিয়েছেন তিনি।

Related Post

‘ইষ্টি কুটুম’ ৩টি পরিবারের গল্পে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন ইমতু রাতিশ। তিনি এই বিষয়ে বলেন, গ্রামীণ গল্প ও পারিবারিক সেন্টিমেন্ট থাকছে এই ‘ইষ্টি কুটুম’-এ। তাছাড়া ভরপুর কমেডি তো সেই সঙ্গে থাকছেই। পালকি এক ফরম্যাটের সিরিয়াল এটা আরেক ফরম্যাটে নির্মিত হচ্ছে। বর্তমানে এর শুটিংও চলছে। আগামী জানুয়ারি হতে সপ্তাহে ৩ দিন একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে এই সিরিয়ালটি।

জানা গেছে, ‘ইষ্টি কুটুম’ রচনা করেছেন জাকির হোসেন উজ্জল এবং পরিচালনা করছেন আল হারুন। এই নাটকে অনান্য চরিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ, আনিসুর রহমান মিলন, প্রাণ রায়, নাজিরা মৌ, অ্যানি খান, তাসনোভা তিশা, মৌরি সেলিম প্রমুখ।

জানা গেছে, এ সিরিয়ালের বাইরে নিয়মিত খণ্ড নাটকে কাজ করে চলেছেন ইমতু রাতিশ। তাছাড়াও একটি বেসরকারি টিভিতে ৩টি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। ইমতু জানালেন, অনুষ্ঠান ৩টি হচ্ছে কমেডি শো মামা ভাগ্নের বৈঠক, সিনে হিটস ও মজার টিফিন চাই।

ইমতু রাতিশ বলেন, আমার ৩টি শোই নিয়মিত প্রচার হচ্ছে। ভালো সাড়াও পাচ্ছি। ইতিমধ্যেই দুটিই শো-ই টিআরপি শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

This post was last modified on ডিসেম্বর ৩০, ২০১৯ 9:35 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

গাজা এবং লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…

% দিন আগে

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে