দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ত্বকের নানান সমস্যা দূর করতে সাহায্য করে কলা, পেঁপে, পেয়ারা ও ডালিম দিয়ে তৈরি ‘ফেইশল মাস্ক’। রূপচর্চা-বিষয়ক একটি প্রতিবেদন অবলম্বনে ত্বক ভালো রাখতে ফল দিয়ে তৈরি কায়েকটি মাস্ক তৈরির পন্থা আজ তুলে ধরা হলো।
ত্বকের নানান সমস্যা দূর করতে সাহায্য করে কলা, পেঁপে, পেয়ারা ও ডালিম দিয়ে তৈরি ‘ফেইশল মাস্ক’। রূপচর্চা-বিষয়ক একটি প্রতিবেদন অবলম্বনে ত্বক ভালো রাখতে ফল দিয়ে তৈরি কায়েকটি মাস্ক তৈরির পন্থা আজ তুলে ধরা হলো।
প্রথমে একটি বাটিতে কলা ভালো করে চটকে নিন। এতে এক টেবিল-চামচ মধু ও সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে মেখে ১৫ হতে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর সেটি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকে চমৎকার কাজ করবে। কারণ কলাতে রয়েছে অত্যাবশ্যকীয় ভিটামিন ও পুষ্টি উপাদান যা ত্বক শান্ত করে তাছাড়াও ব্রণ ওঠা কমায়। তাই এটি সব ধরণের ত্বকের জন্যই উপকারী।
পেঁপে ও ডিমের সাদা অংশ ত্বক টানটান করতে সাহায্য করে। প্রথমে এক কাপ পাকা পেঁপে চটকে নিন। এরপর পৃথক একটা পাত্রে একটা ডিম ভালো করে ফেটে নিন। তারপর এই দুই উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে তারপর ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে ত্বক টানটান করে। পেঁপেতে রয়েছে ভিটামিন এ এবং সি। এতে থাকা প্যাপেইন নামক এনজাইম ত্বকের গাঢ় দাগ দূর করতে বিশেষভাবে সহায়তা করে।
প্রথমে আধা কাপ পেয়ারা কুচি করে তার সঙ্গে এক টেবিল-চামচ ওটমিলের গুঁড়া ও এক টেবিল-চামচ মধু মিশিয়ে মাস্কটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই প্যাক ব্যবহারে বেশ উপকার পাওয়া যাবে। পেয়ারা ভিটামিন এ, সি ও অ্যাস্ট্রিনজেন্ট সমৃদ্ধ যা ত্বকের নানা সমস্যা, ব্রণ এবং বলিরেখা দূর করতে সাহায্য করে।
কয়েকটি ডালিমের বীজ পিষে তা পেস্ট করে নিন। এতে এক টেবিল-চামচ গ্রিন টি’য়ের পাতা মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট সময় অপেক্ষা করুন। শুকানোর পরে ঠাণ্ডা পানি দিয়ে তা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের রুক্ষভাব দূর হবে।
This post was last modified on জানুয়ারী ১৪, ২০২০ 2:50 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…