দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটেনের রাজপরিবারে বেশ সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই হ্যারি ও মেগান তাদের পরবর্তী সময় যুক্তরাজ্য এবং কানাডায় ভাগাভাগি করে কাটানোর যে ইচ্ছা পোষণ করেছেন। সেই বিষয়ে ইতিবাচক সাড়াও দিয়েছেন রানী।
তবে রানী আশা প্রকাশ করে বলেছেন, তারা সব সময়ই তার পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন। এদিকে, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে আর্থিক স্বনির্ভর হওয়ার জন্য খণ্ডকালীন চাকরির প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন রেস্তোরাঁ বার্গার কিং।
ডেইলি মেইলের এক খবরে বলা হয়, ব্রিটিশ রাজপরিবার ছাড়ার সিদ্ধান্তের পর প্রিন্স হ্যারির উদ্দেশে এমনই এক টুইট বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ওই প্রতিষ্ঠানটি।
টুইটে ‘হ্যারি, দিস রয়েল ফ্যামিলি অফারস পার্টটাইম পজিশন্স’ লিখে হ্যারিকে বার্গার কিংয়ে খণ্ডকালীন চাকরির প্রস্তাব গ্রহণের অনুরোধও করা হয়েছে।
তবে এই টুইট ছড়িয়ে পড়ার পর লাইক, কমেন্টসের ঝড় উঠেছে তাতে। প্রায় ২ হাজার রিটুইট ও ৭ হাজারের মতো শেয়ার হয়ে গেছে ইতিমধ্যেই।