দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকার দুই সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ইতিমধ্যেই হাতে এসে পৌঁছেছে। এতে দেখা যায় উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে ফজলে নূর তাপস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল দুটি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। কিছু কিছু কেন্দ্রে বিশৃংখলা হলেও সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে। যদিও ভোটারের উপস্থিতি ছিলো খুবই কম। এই নির্বাচনে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বিপুল ভোটে জয় লাভ করেছেন।
ঢাকার দুই সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ইতিমধ্যেই হাতে এসে পৌঁছেছে। এতে দেখা যায় উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে ফজলে নূর তাপস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল দুটি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। কিছু কিছু কেন্দ্রে বিশৃংখলা হলেও সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে। যদিও ভোটারের উপস্থিতি ছিলো খুবই কম। এই নির্বাচনে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বিপুল ভোটে জয় লাভ করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী দেখা যায় যে, ঢাকা দক্ষিণে নৌকা প্রতীকে তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। অর্থাৎ ধানের শীষের চেয়ে তাপস ১ লাখ ৮৮ হাজার ৮৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
অপরদিকে ঢাকা উত্তরে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ১৫ হাজার ৮০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল, তিনি পেয়েছেন ২ লাখ ৪২ হাজার ৮৪১ ভোট। আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে ছিলেন ১ লাখ ৭২ হাজার ৯৬১ ভোটের ব্যবধানে।
এদিকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানী ঢাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরে এই হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
This post was last modified on ফেব্রুয়ারী ২, ২০২০ 9:44 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…