Categories: সাধারণ

রেলওয়ে ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ কেনার পরিকল্পনা : আরও আন্ত:নগর ট্রেন চালু হচ্ছে

ঢাকা টাইমস্‌ রিপোর্ট ॥ বাংলাদেশ রেলওয়ে শীঘ্রই ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ কেনার পরিকল্পনা নিয়েছে। সাপ্লাইয়ার্স ক্রেডিট কর্মসূচির অধীনে এসব যাত্রীবাহী কোচ কেনা হবে বলে রেলওয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বাংলাদেশ রেলওয়ের যুগ্ন মহাপরিচালকক (যান্ত্রিক) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, সাপ্লাইয়ার্স ক্রেডিট কর্মসূচির অথবা টেন্ডারর্স ফাইন্যান্সিং পদক্ষেপের অধীনে মিটারগেজ যাত্রীবাহী কোচ ক্রয়ের জন্য আমরা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবো।

তিনি আরও বলেন, যাত্রীবাহী এসব কোন (মিটারগেজ) কেনার পর বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে আরও বেশি আন্ত:নগর ট্রেন চালুর মাধ্যমে অনেক বেশি সংখ্যক যাত্রী পরিবহনে সক্ষম হবে। শামসুজ্জামান বলেন, ভারত ব্যতিত যে কোন দেশ থেকে এসব কোচ নেয়া হবে। কারণ ভারত ইতোমধ্যেই মিটার গেজ কোচ নির্মাণ বন্ধ করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কোচের মূল্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রেলওয়ের যগ্ম মহাপরিচালক বলেন, দরপত্রে অংশগ্রহণকারী পার্টিগুলোর আগ্রহের ওপর প্রতিটি কোচের মূল্য নির্ভর করবে। তবে দরপত্রে সবচেয়ে কমমূল্য প্রদানকারী পার্টিকেই কাজ দেয়ার ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে বলে তিনি জানান।

মিটারগগেজ লাইনের জন্য এ ২শ’টি কোচ ক্রয়ের ব্যাপারে সবুজ সংকেতের জন্য ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে বলেও যুগ্ম মহাপরিচালক জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ রেলওয়ের সদর দফতর থেকে মিটারগেজ কোচ ছাড়াও ২২০টি ট্যাংক ওয়াগন ফ্লাট কনটেইনার এবং ১০ সেট মিটারগেজ ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট অতি দ্রুত ক্রয়ের জন্য একটি প্রস্তাব পেশ করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ রেলওয়ে ভারতীয় কোম্পানির সাথে বেশকিছু চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশকে ভারতের ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের আওতায় এসব চুক্তি স্বাক্ষর করা হয়। এসব চুক্তির মধ্যে ৮১টি মিটারগেজ ওয়েল ট্যাংকার ক্রয়, ৩টি ব্রেক ভ্যান, ১৮০টি ব্রডগেজ ট্যাংক ওয়াগন, ৬টি কম্পার্টমেন্ট ব্রেকভ্যান এবং ১০টি ডিজেল ইঞ্জিন ক্রয়ের বিষয়টি রয়েছে।

This post was last modified on মার্চ ৩১, ২০১২ 2:14 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

শীতে কোন পদ্ধতিতে মুখে মধু মাখবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…

% দিন আগে

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…

% দিন আগে

বিল গেটস ও স্যাম অল্টম্যান জানালেন: ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া আসলে কেমন হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…

% দিন আগে

তিন বছর নিষিদ্ধ থাকা চলচ্চিত্র ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…

% দিন আগে

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে