দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চুলে রুক্ষতা দেখা দিতেই পারে। তবে চুলে যদি কখনও রুক্ষ ভাব দেখা যায় তাহলে আপনাকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আপনি রুক্ষ চুলের যত্নে ব্যবহার করতে পারেন কলার মাস্ক।
চুলে রুক্ষতা দেখা দিতেই পারে। তবে চুলে যদি কখনও রুক্ষ ভাব দেখা যায় তাহলে আপনাকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আপনি রুক্ষ চুলের যত্নে ব্যবহার করতে পারেন কলার মাস্ক।
খুব সাধারণ বিষয় হলো চুলে প্রাণ না থাকলে তাতে কোনও রকম স্টাইলও করা সম্ভব হয় না। রুক্ষ চুলের যত্ন না নিলে চুলের ডগা ফাটা, চুল পড়ার মতো সমস্যা লেগেই থাকে। তবে কথায় কথায় তো পার্লারে ছোটাও সম্ভব নয়। এতে অর্থ ও সময় দুটোই ব্যয় হবে। তাই আসুন আজ জেনে নেওয়া যাক বাড়িতে কলা দিয়ে কীভাবে হেয়ার মাস্ক তৈরি করবেন সেটি।
# চুলে যদি আর্দ্রতার অভাব থাকে কিংবা খুশকির সমস্যায় প্রায়ই ভুগতে থাকেন, তাহলে এই প্যাকটি ব্যবহার করতে পারে। একটা পাকা কলার সঙ্গে টক দই ও দু’চামচ মধু মিশিয়ে চটকে ভালো করে মিশ্রণ তৈরি করুন। তারপর মিশ্রণটি তৈরি হয়ে গেলে স্ক্যাল্প ও চুলে ভালো করে মাস্কটি লাগিয়ে নিন। এবার আধ ঘণ্টা মাস্কটি রেখে ভালো করে ধুয়ে শ্যাম্পু করুন।
# যাদের চুল মাত্রাতিরিক্ত শুকনো, তারা এই মাস্কটি ব্যবহার করতে পারেন। পাকা কলা আগে ভালো করে চটকে নিন। তারপর তাতে নারকেলের দুধ মিশিয়ে নিন। হালকা চুল ভিজিয়ে চুলের গোড়ায় এই মাস্কটি লাগিয়ে নিন। এরপর আস্তে আস্তে স্ক্যাল্পে মাসাজ করুন। এতে করে চুলের ডিপ কন্ডিশনিং হয়।
# চুলে পুষ্টি জোগাতে কলার সঙ্গে পেঁপে ও মধুর মাস্কও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো পাকা কলার সঙ্গে পাকা পেঁপে চটকে মেখে নিন। তারপর মিশ্রণটি তরল করতে মধু মিশিয়ে নিন। এবার স্ক্যাল্প থেকে পুরো চুলে মেখে শাওয়ার ক্যাপ পরে নিন। তারপর ৪৫ মিনিট রেখে চুল শ্যাম্পু করে নিন।
# কলা, ডিম এবং মধু দিয়েও একটি মিশ্রণ তৈরি করে নিতে পারেন। দুটো কলা চটকে তাতে একটা ডিম মিশিয়ে নিন। তারপর একটু মধু মিশিয়ে মাস্কটি স্ক্যাল্পে লাগিয়ে নিন। দেখবেন যাতে পুরো চুলে লাগে এই মাস্কটি। এরপর ৩০ মিনিট রেখে ভালো করে শ্যাম্পু করে ফেলুন।
This post was last modified on মার্চ ১, ২০২০ 12:13 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…