দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দৃশ্যটি দেখে মেঘ বলে মনে হবে না। কিন্তু আসলেও এই দৃশ্যটিতে একটি মেঘই দেখা যাচ্ছে! এমন এক অদ্ভূত মেঘ দেখা গেছে আমেরিকার আকাশে! হঠাৎ দেখা গেলো আগুনের মতো গোলাকার একটি বস্তু ভেসে বেড়াচ্ছে আমেরিকার আকাশে। সেই দৃশ্য দেখে কৌতুহলী হয়ে ওঠেন অনেকেই। এর মধ্যে আবার একজন ক্যামেরাবন্দি করে ছবিটি আপলোডও করে দেন টুইটারে। সেই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চরম তর্ক। কেও কেও বলছেন এটি ভিনগ্রহের কোনো যান!
দৃশ্যটি দেখে মেঘ বলে মনে হবে না। কিন্তু আসলেও এই দৃশ্যটিতে একটি মেঘই দেখা যাচ্ছে! এমন এক অদ্ভূত মেঘ দেখা গেছে আমেরিকার আকাশে! হঠাৎ দেখা গেলো আগুনের মতো গোলাকার একটি বস্তু ভেসে বেড়াচ্ছে আমেরিকার আকাশে। সেই দৃশ্য দেখে কৌতুহলী হয়ে ওঠেন অনেকেই। এর মধ্যে আবার একজন ক্যামেরাবন্দি করে ছবিটি আপলোডও করে দেন টুইটারে। সেই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চরম তর্ক। কেও কেও বলছেন এটি ভিনগ্রহের কোনো যান!
সম্প্রতি আমেরিকার ক্যালিফর্নিয়ার উইড এলাকায় দেখা যায় এমন একটি দৃশ্য। একাধিক টুইটার হ্যান্ডলে আপলোড হয় এই দৃশ্যটি। সেখানে দেখা যাচ্ছে যে, পরিষ্কার আকাশে আগুন রঙের গোলাকৃতি কিছু একটা উড়ে বেড়াচ্ছে। অনেকটা মেঘের মতোই।
ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে যে, প্রকৃতপক্ষে এটি একটি বিশেষ ধরনের মেঘ। যাকে ‘লেন্টিকুলার ক্লাউড’ কিংবা ‘লেনি’ বলা হয়ে থাকে। এই ধরনের মেঘ সাধারণভাবে পাহাড়ি এলাকায় দেখা যায়। অনেক সময় এলোমেলো হওয়ার কারণে এই লেনি তৈরি হয়ে থাকে।
যে যায়গায় এই ভিনগ্রহের যানের মতো মেঘটি দেখা যায় সেটি ক্যালিফোর্নিয়ার পঞ্চম উচ্চতম পাহাড়। মাউন্ট শাশ্টা আগ্নেয়গিরির খুব কাছেই এটির অবস্থান ছিলো। ক্যালিফোর্নিয়ায় এই এলাকায় লেনি নাকি প্রায়ই দেখা যায়।
কেও কেও আবার এদের ‘ইউএফও ক্লাউড’ নামেও ডেকে থাকেন। তবে সেগুলো সাধারণত সাদা রঙের হয়ে থাকে। তবে সম্প্রতি যে মেঘটি দেখা গেছে সেটি দেখলে মনে হবে উড়ন্ত আগুনের একটি গোলা। এই ছবিটি বিশ্বে ছড়িয়ে পড়েছে ঠিক আগুনের বেগের মতোই!
This post was last modified on মার্চ ৩, ২০২০ 10:51 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…