দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেখা যায় যে, অনেকেরই ত্বকে খুব সহজেই ব্রণ ওঠে। তারা সাধারণ মেকআপ ব্যবহার না করে নন-কমোডোজেনিক বা নন- অ্যাকনিজেনিক পণ্যগুলো তারা ব্যবহার করতে পারেন।
সাধারণত এগুলো ত্বকের পোর কিংবা রোমকূপ বন্ধ করে না, যে কারণে ব্রণের ভয় কমে যায়। মেকআপ করার সময় ত্বকে ব্রণের উপদ্রব থাকলেও মেকআপ ব্যবহার করতে চান না অনেক নারী। কারণ এতে করে ব্রণ আরও ফুটে ওঠে। আবার মেকআপ করলে ব্রণের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। তবে এই সমস্যা আর নয়। ব্রণ ঢেকে মেকআপ করার দারুণ কার্যকর টিপসগুলো দেখে নিন আজ।
খেয়াল রাখবে ভারি ধরনের ফাউন্ডেশন ব্যবহার করবেন না। এর বদলে ব্যবহার করুন একেবারে হালকা ফাউন্ডেশন। টিন্টেড ময়েশ্চারাইজারগুলো এক্ষেত্রে খুব বেশি ভালো কাজ করে।
আপনার ত্বক কখনও বেশি শুষ্ক হতে দেবেন না। ত্বক শুকনো রাখলে সেটি অতিরিক্ত তেল উৎপাদন করবে ও আরও বেশি বাড়বে ব্রণ। সারাদিন যেনো ত্বক আর্দ্র থাকে তার জন্যই হালকা একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন দিনের শুরুতে।
মেকআপ শুরুর পূর্বে অয়েল ফ্রি প্রাইমার ব্যবহার করতে পারেন। এতে করে তা ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেবে এবং সারাদিন মেকআপ ধরে রাখবে।
পাউডার ধরনের মেকআপগুলো একটু কম ব্যবহার করুন। তার বদলে আপনি বেছে নিন ওয়াটার বেসড লিকুইড মেকআপ। যেমন লিকুইড ফাউন্ডেশন ও ব্লাশ।
আর সম্ভব হলে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি মেকআপ ব্যবহার করুন। এগুলো ত্বককে সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করবে।
কিছু কিছু ফাউন্ডেশন ব্রণের প্রকোপ কমাতে বিশেষ সাহায্য করে। এগুলোতেই থাকে স্যালিসাইলিক এসিড। সম্ভব হলে আপনি এগুলোই ব্যবহার করুন।
মেকআপে ডাইমেথিকোন থাকলে তা ব্যবহার করা ভালো এমন ত্বকের মানুষদের। কারণ হলো তা ব্রণ ঢাকতে সাহায্য করে।
ওয়াক্স রয়েছে এমন পণ্য, বা স্টিক, প্যানকেক, পাউডার ধরনের ফাউন্ডেশনগুলো ব্যবহার না করাই সবচেয়ে ভালো। কারণ এগুলো ব্রণের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।
আপনার মেকআপ ব্রাশ ও স্পঞ্জ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। কিছুদিন পরপর এগুলো পরিবর্তন করাটাও দরকার। কারণ হলো এগুলো পরিষ্কার না করলে আপনার ত্বকে ব্যাকটেরিয়া এবং অতিরিক্ত মেকআপ এগুলোতে লেগে থাকতে পারে। যে কারণে ত্বকে মারাত্মক ব্রণের উপদ্রবও হতে পারে।
মেকআপ নেওয়ার সময় আলতো হাতে মেকআপ দিন। বেশি দ্রুত কিংবা ঘষাঘষি করে মেকআপ দিতে গেলে ত্বকের আরও বেশি ক্ষতি হতে পারে। ত্বকে যতো কম হাত দেওয়া যাবে ততোই আপনার ত্বকের জন্য মঙ্গল।
ব্রণ ঢাকার জন্য ব্যবহার করতে পারেন ম্যাট মেকআপ। গ্লসি মেকআপ ব্যবহার করলে ব্রণ আরও বেশি প্রকট হয়ে ফুটে উঠতে পারে। ম্যাট মেকআপ এগুলোকে ঢেকে দেয় খুব সহজেই।
উপরোক্ত নিয়ম মেনে চললে সুস্থ্য সুন্দর থাকতে পারবেন।
This post was last modified on মার্চ ৩, ২০২০ 4:44 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…