দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মন্দিরে রাখা দেবতার মূর্তিকে কী কখনও করোনা ভাইরাস আক্রমণ করতে পারবে? পারুক বা নাই পারুক, ভারতের বারানসীতে এক মন্দিরে দেবতা মূর্তির মুখেও মাস্ক পরিয়ে দিয়েছেন সেখানকার পুরোহিত! কারণ হলো ওই পুরোহিত নিজেও করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছেন।
ওই পুরোহিত নিজেও মাস্ক পরে পূজা করছেন, ভক্তদের অনুরোধ করেছেন দেবতার মূর্তি না ছুঁয়ার জন্য। কারণ তার বক্তব্য হলো দেবতা একবার সংক্রমিত হলে সব ভক্তই নাকি করোনায় আক্রান্ত হতে পারেন।
দেবতাকে মাস্ক পরানো সম্পর্কে ওই মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পাণ্ডে বলেছেন, ইতিমধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। দেশেও এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে বাবা বিশ্বনাথের মুখেও মাস্ক পরিয়ে দিয়েছি।
ওই পুরোহিত আরও বলেছেন, আমরা ভক্তদের এই ভাইরাসের বিস্তার রোধে মূর্তিগুলিকে স্পর্শ না করারও অনুরোধ জানাচ্ছি। মানুষজন এসে ঠাকুরের মূর্তিকে ছুঁয়ে পূজা করলে এই ভাইরাসটি হয়তো আরও ছড়িয়ে পড়বে এবং আরও বেশি লোকের শরীরে এই রোগটি সংক্রামিত হবে।
দেখা গেছে যে, বারানসীর মন্দিরে যারা পূজা দিতে আসছেন তারাও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরেই প্রার্থনা করছেন।
উল্লেখ্য, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে ৪৭ জন আক্রান্ত হয়েছে। চীনের পর ইতালি, কোরিয়া, ইরানসহ বিশ্বের অন্তত ১১১টি দেশে এই প্রাণঘাতি ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
This post was last modified on মার্চ ১২, ২০২০ 11:40 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘুম থেকে উঠেই সকাল বেলা দুধ চা খেতে বারণ করেছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় গায়ক মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাড়ি-ঘোড়ায় প্রবল এক সংঘর্ষ ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাগপতে। দিল্লি-সাহারানপুর হাইওয়েতে…