দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কেবল মানুষ নয় অতীত ঘটনা মনে রাখতে পারে শিম্পাঞ্জি এবং ওরাং উটাং। সাম্প্রতিক এক সমীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছেন গবেষকরা। গবেষকরা আশা করছেন তাদের এই সমীক্ষা মানব মস্তিষ্ক স্মৃতি বিষয়ক অনেক গুপ্ত তথ্যের সন্ধান পেতে ভূমিকা রাখতে পারে।
সাধারণত ধরে নেয়া হয় মানুষ ব্যতীত অন্যান প্রাণী সমূহ স্মৃতি ধারণ করতে পারে না। মানুষের কাছাকাছি শ্রেনীর প্রাণী বলতে এ্যাপ গোত্রী প্রাণীদের বুঝানো হয়। ‘হমিনিড’ বা গ্রেট এইপদের পরিবারের মধ্যে মানুষ সবচেয়ে বুদ্ধিমান। কিন্তু অন্য গ্রেট এইপ যেমন শিম্পাঞ্জি, গরিলা এবং ওরাং উটাংদের সাথে আমাদের অনেক কিছুরই মিল আছে। তাই গবেষকরা মনে করছেন শিম্পাঞ্জি এবং ওরাং উটাং এর উপর এই সমীক্ষার ফল মানব বির্বতন সম্পর্কে জানতে গবেষকদের এগিয়ে নিয়ে যাবে।
সাধারণ গন্ধ, স্বাদ, দৃশ্য অতীতে ঘটে যাওয়া কোন ঘটনা মনে করতে সহায়তা করে। মানুষ চাইলে তার অতীত ঘেটে অনেক কিছুই মনে করতে পারে যা সচরাচর অন্যান্য প্রাণীরা পারে না। মানুষের কাছাকাছি গোত্রের প্রাণী শিম্পাঞ্জি বা ওরাং উটাং কতটা অতীত মনে রাখতে পারে তা গবেষকরা কয়েকটি পদ্ধতি প্রয়োগ করে বের করেন। শিম্পাঞ্জি এবং ওরাং উটাং কে দুটি আলাদা খাঁচায় দুটি বাক্সসহ বন্দি রাখা হয়। বাক্সের ভেতর একটিতে দরকারি যন্ত্র রাখা হয় অন্যটি তে রাখা হয় অদরকারি। যখন শিম্পঞ্জি বা ওরাং উটাং দরকারি যন্ত্রটি কোন বাক্সের ভেতর আছে বের করতে সক্ষম হয় তখন তাদের পুরস্কৃত করা হয়। পরবর্তীতে তিন বছর পরও তারা ঠিক ঠাক বাক্সের দরকারি যন্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়।
পর্যবেক্ষকরা লক্ষ্য করেন শতকরা ৯০ ভাগ এ্যাপ জাতীয় প্রাণী যাদের উপর এই ঘটনা ঘটনা হয়েছে তারা দরকারি যন্ত্র কোন বাক্সে তা মনে করতে পারে। সমীক্ষাটির পরিচালক ডেনমার্কের আর্থাস ইউনিভার্সিটির ড. গেমা মার্টিন অর্ডাস বলেন, আমাদের ডাটা, জোরালো প্রমাণাদি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সমীক্ষাতে আমরা কেবল এটা দেখাচ্ছি না যে শিম্পাঞ্জি কিংবা ওরাং উটাং দু সপ্তাহ অথবা তিন বছর কোন ঘটনা মনে রাখতে পারে আমরা এটাও দেখিয়েছি ঐ প্রাণীদের কাছে ঘটনা মনে করতে না বলা হলেও তারা তা স্মরণ করতে পারে। প্রাইমেট গোষ্ঠীয় প্রাণীরা যে স্মৃতি ধারণ করে তা প্রমানিত হল। তিনি জোর দিয়ে বলেন, মানুষকে নিয়ে জানতে হলে এই প্রাণীদের নিয়ে জানতে হবে আগে।
গবেষকরা আশা করেন অন্যান্য প্রাণীদেরও অতীত মনে রাখার ক্ষমতা থাকতে পারে। যা পর্যায়ক্রমে গবেষণায় বেরিয়ে আসবে। অতীত মনে রাখার ক্ষমতার মাধ্যমে এই সব প্রাণীদের নানা রকম প্রশিক্ষণ এর মাধ্যমে কাজে লাগানো সম্ভবপর হবে। গবেষনাটি কারেন্ট বায়োলজিতে ছাপা হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
This post was last modified on জুলাই ২৫, ২০১৩ 9:21 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…