দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পেনের রাজকন্যা মারিয়া টেরেসার প্রাণ হারালেন প্রাণঘাতি করোনা ভাইরাসে। ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য এই রাজকন্যার মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।
রাজপরিবারের সদস্যদের করোনায় মৃত্যুর ঘটনা বিশ্বে এটাই প্রথম। প্রিন্সেস মারিয়া টেরেসার মৃত্যু সংবাদ পরিবারের পক্ষ হতে তার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি ঘোষণা দিয়েছেন। ২৭ মার্চ দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, রাজ পরিবার আজ শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
প্রিন্স জাভিয়ের এবং ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্ম হয়েছিলো মারিয়ার। স্পেনের হাউজ অব বোরবনের বর্তমান ডিন্যাস্টির ক্যাডেট শাখার সদস্য ছিলেন মারিয়া।
প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটিয়েছেন মারিয়া। স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা এবং লেখালেখিও করতেন তিনি।
মারিয়ারা ৬ ভাইবোন, ৪ জন জীবিত রয়েছেন- ফ্রাঙ্কোইস, সিসিলি, মারি দেস নেইগেস এবং প্রিন্স সিক্সটাস হেনরি। তবে মারিয়া ছিলেন চিরকুমারী।
This post was last modified on মার্চ ২৮, ২০২০ 11:32 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১ মাঘ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব স্বাভাবিকভাবেই খুশকি হলে অনেকেই অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করে থাকি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা একাধিক নিরাপত্তা ত্রুটির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকের অযথায় সারাক্ষণ খাই খাই করার অভ্যাস রয়েছে। যাদের এমন…