প্রয়াত ক্রনিয়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের চার্জশিট দাখিল করলো দিল্লী পুলিশ!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আজীবন নিষেধাজ্ঞা পাওয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হান্সি ক্রনিয়ে মারা গেছেন ১১ বছর আগে। আর দিল্লী পুলিশ তার বিরুদ্ধে প্রায় ২০০০ ফিক্সিং মামলার চার্জশিট দাখিল করেছে মাত্র গতকাল! ঘটনাটিতে অবাক হওয়াটাই স্বাভাবিক!


2274722747

২০০০ সালের মার্চ মাসে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগে দিল্লী পুলিশ ক্রনিয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলো। ক্রনিয়ে সে অভিযোগের স্বীকারোক্তিও দিয়েছিলেন সে সময়। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন আদালতে পরিচালিত মামলায় ক্রনিয়ে দোষী প্রমাণিত হন। ফলে অক্টোবরে তিনি ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হন এবং ২০০২ সালে জুনের ১ তারিখে এক রহস্যময় প্লেন দূর্ঘটনায় ক্রনিয়ে মৃত্যুবরণ করেন।

দিল্লীর তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর কেশভ কুমার বলেন, “এই মামলাগুলোর চার্জশীট দাখিল হয়েছে ৬ জনের বিরুদ্ধে, এর মধ্যে ষষ্ঠজন হলেন ক্রনিয়ে, যিনি এখন মৃত। এছাড়া তিনজন জামিনে আছেন। এরা হলো বুকি, যাদের নাম যথাক্রমে রাজেশ কার্লা, কৃষাণ কুমার এবং সুনীল ডারা। বাকী দুজন সঞ্জীব চাওলা এবং মনমোহন খাট্টার যারা কীনা বিদেশে পালিয়ে আছে।”

ক্রনিয়ের বিরুদ্ধে দিল্লী পুলিশের সেই অভিযোগের ভিত্তিতে ক্রনিয়ের পাশাপাশি ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ব্যাটসম্যান হার্শেল গিবস এবং বোলার হেনরী উইলিয়ামস। মূলত চাওলাকে ধরতেই এতোদিন পরে দিল্লী পুলিশের পরিপুর্ণ চার্জশিট দাখিল করা হয়েছে। পুলিশ কমিশনার রবীন্দ্র যাদব বলেছেন, “আমাদের বিশ্বাস চাওলা লন্ডনে লুকিয়ে আছেন, তাকে ধরাটাই আমাদের মূল উদ্দেশ্য। লন্ডন পুলিশ চার্জশীট ছাড়া সে দেশে আমাদের অভিযান পরিচালিত হতে দিবে না।”

“এটি একটি অপরাধমূলক চক্রান্ত, জনগণ মাঠে খেলা দেখতে যায়, তারা মনে করে সেখানে সত্যিকারের খেলা হচ্ছে। অথচ তাদের অজান্তেই সেটা ফিক্সিং হচ্ছে যেটা তাদের ধোঁকা দেওয়া ছাড়া কিছুই নয়। একারণেই চার্জশীট দাখিল করা হয়েছে, যাতে জনগণের কাছে এটি পরিষ্কার থাকে।”

Related Post

তথ্যসূত্রঃ ক্রিকইনফো

This post was last modified on জুলাই ২৩, ২০১৩ 9:41 অপরাহ্ন

রাজিউর রহমান

Recent Posts

পেহেলগামে হামলার দায় অস্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে টিআরএফ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় নিজেদের…

% দিন আগে

১০ ফুটের কুমিরের লেজ ধরে টান দিয়ে উত্ত্যক্ত করার চেষ্টা: যুবককে ‘উচিত শিক্ষা’ দিলো কুমির!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, নামিবিয়ার এপালেলায় এটাকা জলাশয়ের পাশে…

% দিন আগে

অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩২…

% দিন আগে

তীব্র গরমে পাকা পেঁপে খেলে যে উপকার পাবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানিশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন, পেটের গোলমাল, ত্বকের সমস্যা- সব মিলিয়ে নাজেহাল…

% দিন আগে

জেমিনি চ্যাটবটে এবার যুক্ত হচ্ছে সার্কেল টু সার্চের মতো সুবিধা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত তথ্য খোঁজার সুযোগ দেওয়ার জন্য সম্প্রতি ‘সার্কেল…

% দিন আগে

দীঘির সঙ্গে অভিনয় করছেন ইমন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন মামনুন ইমন…

% দিন আগে