সবার এক প্রশ্ন কবে আসবে করোনার ওষুধ?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাস বিশ্বব্যাপি মানুষকে পর্যুদস্তু করে ছাড়ছে। বিশ্বের অর্থনৈতিক অবস্থা যেনো আজ ভেঙ্গে পড়েছে। বিশ্বের কোটি কোটি মানুষ এখন ঘরবন্দি। এমন অবস্থায় সবার এক প্রশ্ন কবে আসবে করোনার ওষুধ?

করোনা ভাইরাস সংক্রমিতদের মধ্যে গুরুতর উপসর্গ দেখা দেওয়া ঠেকাতে পারবে এমন কিছু ওষুধের পরীক্ষা ইতিমধ্যেই শুরু করেছেন গবেষকরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরিকল্পনা করেছেন, রোগীদের দেহে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম লক্ষণগুলো দেখা গেলেই তাদের এমন কিছু ওষুধ দেওয়া হবে, যা আগে থেকেই প্রচলিত।

এই গবেষণার প্রথম পর্বে ব্রিটেনের চিকিৎসকরা ম্যালেরিয়া-প্রতিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন কার্যকর হয় কিনা তাও পরীক্ষা করে দেখবেন। অন্য আরেকটি ওষুধের কথা বিবেচনা করা হয়েছে – সেটি হলো এ্যাজিথ্রোমাইসিন নামে একটি এ্যান্টিবায়োটিক ওষুধ।

Related Post

এই পরীক্ষার প্রধান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টোফার বাটলার বলেছেন, তারা বর্তমানে সহজপ্রাপ্য ওষুধগুলোর কথাই বিবেচনা করছেন; যাতে এর কার্যকারিতা নিশ্চিত হলেই চিকিৎসকরা কয়েক সপ্তাহের মধ্যেই এগুলো ব্যবহার করা শুরু করতে পারেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি এক জরিপ রিপোর্টের বরাত দিয়ে খবর বেরোয় যে রেমডেসিভির নামে একটি ওষুধ দিয়ে ১১৩ জন করোনা ভাইরাস রোগীকে দ্রুত সারিয়ে তোলা সম্ভব হয়েছে বলে জানা যায়।

ব্রিটেনের দৈনিক দি গার্ডিয়ানে বলা হয়, আমেরিকান ফার্ম জিলেড সায়েন্সেস এই ভাইরাস প্রতিরোধী ওষুধ তৈরি করেছে এবং তার পরীক্ষায় অংশ নিয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি হাসপাতাল। এটা দেবার পর দেখা যায় যে, জ্বর-কাশি-শ্বাসকষ্ট ছিল এমন ১২৫ জন রোগীর মধ্যে ১১৩ জন রোগীই এক সপ্তাহের মধ্যে হাসপাতাল ত্যাগ করেছেন। ওষুধটি দেবার পরেও মৃত্যু হয় ২ জনের।

জরিপের ফল প্রকাশ করেছে স্বাস্থ্যসেবাসম্পর্কিত প্রকাশনা স্ট্যাট নিউজ। তারপর ডাউ জোনস, ফুটসি ও স্টক্স সহ ইউরোপ এবং আমেরিকার শেয়ারবাজারে দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায়। তবে স্ট্যাট নিউজের এক ভিডিওতে একজন বিশেষজ্ঞ কাথলিন মুলেন বলেছেন যে, এ জরিপ থেকে এখনই কোন সিদ্ধান্ত নেওয়া কঠিন ব্যাপার।

অপরদিকে টিকা উৎপাদনের পরীক্ষাতেও কিছু অগ্রগতির খবর পাওয়া গেছে। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, তারা এই বছর সেপ্টেম্বর মাস নাগাদ করোনা ভাইরাসের ১০ লাখ টিকা তৈরি করবেন।

যুক্তরাজ্যের সরকার এই প্রকল্পকে সমর্থন দিলেও তারা অবশ্য সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে, এর কোনো রকম গ্যারান্টি নেই এবং টিকা কখন তৈরি হবে তার কোনো তারিখও বলা সম্ভব নয়। তাছাড়া এই টিকায় কতোটা কাজ হবে এটা বলার সময়ও এখনও আসেনি। বেশির ভাগ বিশেষজ্ঞই বলেন যে, একটি টিকা তৈরি এবং উৎপাদন করতে ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সময় লাগবে। তবে আগামী সপ্তাহে অক্সফোর্ডে করোনা ভাইরাসের টিকা প্রথমবারের মতো কিছু রোগীর ওপর পরীক্ষা করা হবে।

প্রধান গবেষক অধ্যাপক সারাহ গিলবার্ট বলেছেন, তিনি ৮০ ভাগ নিশ্চিত যে এই টিকা কার্যকর হবে।

টিকাটি কতোটা কার্যকর হবে তা জানা যাবে আগামী কয়েক মাসের মধ্যেই। অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউটের অধ্যাপক এ্যাড্রিয়ান হিল বলেছেন, এই কোভিড ১৯ মহামারি থামাতে সারা পৃথিবীর কোটি কোটি ডোজ টিকা প্রয়োজন হবে – এবং তা লাগবে এ বছর শেষ হবার পূর্বেই। পুরো পৃথিবীতে বর্তমানে বিজ্ঞানীদের প্রায় ৮০টি দল করোনা ভাইরাসের টিকা তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। যারমধ্যে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিও রয়েছে। এদের অনেকেই মানবদেহের ওপর টিকার পরীক্ষাও শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। আশা করা হচ্ছে শীঘ্রই এর সুফল আমরা পাবো।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on এপ্রিল ২০, ২০২০ 12:30 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে