দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন পোশাক কারখানায় দুর্ঘটনায় আহত পোশাক শ্রমিকদের সহায়তা করবে থাইল্যান্ড সরকার। আহত ১০০ শ্রমিককে কৃত্রিম অঙ্গ দেবে তারা।
জানা গেছে, রানা প্লাজা, তাজরীনসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিকদের কৃত্রিম অঙ্গ দেয়া হবে। সমপ্রতি থাইল্যান্ড সরকারের একটি প্রতিনিধিদল শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এর আগে তারা রানা প্লাজায় দুর্ঘটনায় আহতদের সাথে দেখা করেন।
সূত্র মতে, আহত শ্রমিকদের থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে ১০০টি কৃত্রিম অঙ্গ দেয়া হবে। এরমধ্যে রানা প্লাজার দুর্ঘটনায় যারা বেচেঁ আছেন তাদের ১৮ জনের এ কৃত্রিম অঙ্গ প্রয়োজন হবে। বাকি কৃত্রিম অঙ্গ ব্যবহার করা হবে তাজরীনসহ অন্যান্য কারখানার আহত শ্রমিকদের জন্য।
শ্রম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী মাস থেকে থাইল্যান্ড থেকে অঙ্গ সংযোজনের যন্ত্রপাতি ঢাকায় আনা শুরু হবে। আগামী সেপ্টেম্বর থেকে অঙ্গ সংযোজন শুরু হবে। এছাড়া ভারত সরকার এ ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সচিব। তবে ভারতও এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানানো হয়। সূত্র: অনলাইন
This post was last modified on জুলাই ২৩, ২০১৩ 10:28 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…