দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে আঘাত হেনেছে। এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভূমিকম্পের কারণে দেশটির উপকূল অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সাত মাত্রার ওপরের ভূমিকম্পগুলো সাধারণভাবে ব্যাপক ধ্বংসাত্মক হয়ে থাকে। ২০১৭ সালে মধ্য মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৫৫ জন প্রাণ হারান।
জানা যায়, গতকাল (মঙ্গলবার) সকালের দিকে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানে এই ভূমিকম্প। এতে ওক্সাকা অঙ্গরাজ্যে অন্তত একজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর আলেজান্দ্রো মুরাত।
ভূমিকম্পের উৎপত্তিস্থল হতে শত মাইল দূরবর্তী মেক্সিকো সিটিতেও অনুভূত হয়েছে এই ভূমিকম্পের তীব্রতা। তবে তাৎক্ষণিকভাবে এখনও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিনের ভূমিকম্পের জেরে মেক্সিকো এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায় সুনামি সতর্কতা জারি করা হয়। প্রায় এক মিটার উচ্চতার ঢেউ মেক্সিকো উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন। ইতিমধ্যেই উপকূলীয় এলাকা হতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে মেক্সিকোর সিভিল প্রটেকশন এজেন্সি।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on জুন ২৪, ২০২০ 11:04 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…