জানা অজানা

মহামারী শেষ হলেও স্কুলে ফিরবে না বিশ্বের ১ কোটি শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বজুড়ে প্রায় ৯৭ লাখ শিশু আর কখনও স্কুলে ফিরবে না। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটেনভিত্তিক এনজিও সেভ দ্য চিলড্রেন।

ইউনেস্কোর উপাত্তের বরাত দিয়ে সেভ দ্য চিলড্রেন বলছে যে, গত এপ্রিল হতে বিশ্বব্যাপী ১৬০ কোটি শিশু স্কুল ও কলেজের বাইরে রয়েছে। অর্থাৎ প্রায় ৯০ শতাংশ ছাত্র-ছাত্রী কোভিড-১৯ দ্বারা প্রভাবিত হয়েছে।

প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি সামলাতে বিশ্বের দরিদ্র দেশগুলো শিক্ষা খাতে খরচ কমাচ্ছে। সেই অর্থই খরচ করা হবে অন্য খাতগুলোতে। যে কারণে প্রায় ৯৭ লাখ শিশু আর কখনও স্কুলের মুখ দেখবে না। সেই সঙ্গে ৯ হতে ১২ কোটি শিশুর পরিবারও দারিদ্র্য হয়ে পড়বে।

Related Post

সেভ দ্য চিলড্রেনের ধারণা মতে, শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব এক জরুরি অবস্থা আসতে চলেছে। বিশ্বের ১২টি দেশের অবস্থা সবচেয়ে করুণ। বাকি গরিব কিংবা মাঝারি আয়ের দেশের অবস্থাও খুব একটা ভালো নয়।

সংগঠনটির হিসাব অনুযায়ী দেখা যায়, মহামারীর কারণে ওইসব দেশগুলো শিক্ষা খাতে ৭ হাজার ৭০০ কোটি ডলার কাটছাঁট করবে। যার প্রভাব পড়বে প্রায় এক কোটি শিশুর ওপর। তাদের জীবন থেকে স্কুল যেনো হারিয়ে যাবে। যে ১২টি দেশের অবস্থা সবচেয়ে খারাপ সেই তালিকায় আছে পাকিস্তান, আফগানিস্তান, নাইজার, নাইজেরিয়া, আইভরি কোস্ট, সেনেগাল, ইয়েমেন, গিনি, মৌরিতানিয়া, শাদ ও লাইবেরিয়া।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, মানুষের ইতিহাসে এই প্রথম বিশ্বজুড়ে শিশুদের পুরো প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় আঘাত ঘটলো। তাই সংগঠনের রিপোর্টের মূল প্রতিবাদ্য বা শিরোনাম হলো ‘আমাদের শিক্ষা বাঁচাও’। ৯ হতে ১১ কোটি ৭০ লাখ শিশু আরও গরিব হয়ে যাবে। যে কারণে তারা আর স্কুলে থাকবেই না। তারা বাধ্য হয়ে পরিবারকে সাহায্য করার জন্য কাজ শুরু করবে। দরিদ্র হয়ে যাওয়ার কারণে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতাও বাড়বে। সেইসব পরিবারে শিশুদের পড়াশোনা করানোর ক্ষমতাও থাকবে না। যে কারণে প্রায় ১ কোটি শিশু আর স্কুলের মুখই দেখবে না।

প্রায় ৯৪ পৃষ্ঠার ওই রিপোর্ট অনুসারে জানা যায়, ছেলেদের থেকে মেয়েদের অবস্থা আরও বেশি খারাপ হতে পারে। লিঙ্গবৈষম্যও বাড়বে। মেয়েদের শিশু অবস্থায় বিয়ে দেওয়ার প্রবণতাও বাড়বে। যে কারণে তারা বাধ্য হবেন কম বয়সে গর্ভবতী হতে। এতে আগের মতো মাতৃমৃত্যুহারও বেড়ে যাবে।

সেভ দ্য চিলড্রেন আরও বলছে, এখন থেকে ২০২১-এর শেষ নাগাদ নিম্ন এবং মাঝারি আয়ের দেশগুলো শিক্ষা খাতে ৭ হাজার ৭০০ কোটি ডলার বরাদ্দ কমিয়ে দেবে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ২০২১ সালের শেষ নাগাদ এই বাজেট কাটতির পরিমাণ ছাড়াতে পারে ১৯ হাজার ২০০ কোটি ডলারে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on জুলাই ১৫, ২০২০ 2:48 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে