দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনার কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাচ্ছেন না কেও। তাই ব্যক্তিগত গাড়ি-বাইক গ্যারেজেই পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। আজ গ্যারেজে থাকা গাড়ি-বাইকের যত্ন নিতে করণীয় জেনে নিন।
বাড়ি থেকে বের হতে হচ্ছে না বলে আপনার গাড়িটিকে অযত্নে রাখা চলবে না কিন্তু। বরং এই বিষয়ে আরও সতর্ক হতে হবে। গাড়ি কিংবা বাইক বার বার পরিষ্কার করতে হবে; নয়তো ব্যাকটেরিয়া-ভাইরাসের বাসা বাঁধার সম্ভাবনাও থেকে যায়।
দেশের শীর্ষস্থানীয় গাড়ি বিক্রয়কারি প্রতিষ্ঠান অটোমো জাপানের প্রধান নির্বাহী কর্মকর্তা নোমান এই বিষয়ে বলেছেন, ‘গাড়ির ভিতরের অংশ পরিষ্কার রাখতে ইথাইল অ্যালকোহল জাতীয় কিছুর ব্যবহার সবথেকে ভালো। গাড়ির ভিতরের অংশ ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের আঁতুড়ঘর হয়ে ওঠার আগেই ব্রাশ ও তোয়ালে দিয়ে দরজার হ্যান্ডল, সিট বেল্ট, জানালার কাচ, এয়ার ভেন্টসহ ইত্যাদি অংশগুলো ঘষে পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে যে, এই সব অংশে চোখে দেখা যায় না এমন ধুলো-ময়লাও থাকতে পারে। তাই গাড়ির ভিতরের এই অংশগুলোর উপর বিশেষ নজর দিতে হবে আপনাকে।’
সাধারণ পানির পরিবর্তে গাড়ির বাইরের অংশ সাবান পানি দিয়ে খুব ভালোভাবে ধোওয়ার পর শুকনা কাপড় দিয়ে সেটি মুছে নিতে হবে। গাড়ি মোছার জন্য মাইক্রোফাইবার জাতীয় কাপড় ব্যবহার করলে ভালো হয়। মনে রাখবেন যে, গাড়ির বাইরের অংশ ধোওয়ার সময় জানলার কাচ সম্পূর্ণ বন্ধ রয়েছে কিনা অবশ্যই তা দেখে নেবেন এবং এমন এলাকায় আপনি গাড়ি পরিষ্কার করবেন, যাতে অন্য কারোর কোনও অসুবিধা সৃষ্টি না হয়।
গাড়ির ভিতরের অংশ পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তবে ব্লিচিং, হাইড্রোজেন পারঅক্সাইড কিংবা অ্যামোনিয়ার মতো কিছু পদার্থ রয়েছে, এমন কিছু এড়িয়ে যাওয়ায় ভালো। এগুলো থেকে গাড়ির ভিতরের অংশের ক্ষতিও হতে পারে। ইথাইল যুক্ত অ্যালকোহল এক্ষেত্রে বেশ কাজে আসবে। এর থেকে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের হানা হতেও গাড়িকে সুরক্ষিত রাখা সম্ভব হবে। দুর্গন্ধ দূর করতে গাড়ির ভিতরে কোনও ব্যাগে চারকোলও রেখে দিতে পারেন। দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকারী জিনিস এটি।
গাড়ির ভেতরে অনেকেই অনেক কিছু রেখে দিয়ে থাকেন। যেমন, আধ-খাওয়া খাবার, জুতা, ঢাকনা ছাড়াও বোতল ইত্যাদি রেখে দেন অনেকেই। এমন কোনো কিছুই রাখা যাবে না গ্যারেজবন্দি গাড়িতে। অনেকেই বাইকের মধ্যে ময়লা পরিষ্কার করার কাপড়ও গুজে রাখেন; সেটি ফেলে দিন। ছোট ঝাড়ু, ব্রাশ কিংবা নরম কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন কেবিন এলাকা। দরজার হ্যান্ডল, জানালার কাচ, সিট বেল্ট, এয়ার ভেন্ট ইত্যাদি অংশগুলো ঘষে পরিষ্কার করুন। আপনাকে মনে রাখতে হবে, এসব অংশে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস থাকতে পারে।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on আগস্ট ৯, ২০২০ 1:57 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…