দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাটক কিংবা টেলিছবিতে এলাকার বড় ভাই বা ক্ষমতাসীন চরিত্রে ইতিমধ্যেই অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছেন জাহিদ হাসান। এবার জাহিদ হাসানকে দেখা যাবে ‘মাফিয়া- লেটস প্লে’ ওয়েব সিরিজে, একজন মাফিয়া হিসেবে।
জাহিদ হাসানের এই চরিত্রের নাম ননী ভাই। এটি নির্মাণ করতে চলেছেন চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমন। এর মধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করতে চলেছেন তিনি।
নির্মাতা শাহীন সুমন বলেন, ‘প্রথমবারের মতো নন্দিত অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে কাজ করতে চলেছি। তিনি সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। তার মতো শক্তিমান একজন অভিনেতাকে পেয়ে সত্যিই আমরা আনন্দিত। গতকাল তার সঙ্গে চুক্তি হয়েছে। কিছুদিনের মধ্যে বাকি শিল্পীদের তালিকাও চূড়ান্ত হবে। বলা যায় দর্শকদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে।’
শাহীন সুমন আরও জানিয়েছেন, ‘মাফিয়া- লেটস প্লে’র গল্প আন্ডারওয়ার্ল্ড এবং ভালোবাসার। ১৫০ পর্বে এই সিরিজটি নির্মিত হবে। এ সপ্তাহে নারায়ণগঞ্জে এর শুটিং শুরু হবে। তারপর এর শুটিং হবে ঢাকা এবং কক্সবাজারের বিভিন্ন স্থানে। শাহীন সুমনের গল্পে এটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
জানা যায়, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ভয়েস টিভি এবং অ্যাপে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।