দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাই সাইকেল খুব সহজেই অটোবাইক বা ইলেক্ট্রিক বাইকে রূপান্তর করা যাবে। টিম রুবি একটি বহনযোগ্য ড্রাইভ তৈরি করেছে যা সব ধরণের বাই সাইকেল এর সাথে মাউন্ট বা যুক্ত করে ইলেক্ট্রিক বাইকে রূপান্তর করতে পারবে।
সাইকেল কে অটোবাইকে বা ইলেক্ট্রিক বাইকে রূপান্তর করার অনেক পদ্ধতি রয়েছে। সব পদ্ধতি ছাড়িয়ে সহজ পদ্ধতি হচ্ছে রুবি ড্রাইভ। রুবি ড্রাইভ এর মাধ্যমে বাইক রূপান্তর প্রক্রিয়া খুবই সহজ। মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যে সাইকেল এ রুবি ড্রাইভ মাউন্ট করা যায়। সবচেয়ে মজার বিষয় হল, রবি ড্রাইভ সহজে বহনযোগ্য তথা পোর্টেবল। একাধিক সাইকেলও ব্যবহার করা যাবে। আর সহজে খুলে রাখা যায় নিরাপদে বলাই বাহুল্য। ড্রাইভ টি ব্যাটারি চালিত। একবার সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘন্টা। বহনযোগ্য সুদৃশ্য এই ড্রাইভটির ওজন মাত্র ৬ কেজি।
রুবি খুবই সহজ নিয়মের উপর ভিত্তি করে কাজ করে। ঘর্ষণের ধর্ম কে কাজে লাগিয়ে এটি সচল হয়। একটি ইলেক্ট্রিক হুইল রুবিতে যুক্ত করা আছে। চালু অবস্থায় হুইল ঘুরতে থাকে। ঘুর্ণনের সাথে সাথে এটির সাথে লেগে থাকা চাকাকে ঘুরিয়ে সামনে এগিয়ে নিয়ে যায়। যার ফলে প্যাডেল না দিয়েও একজন আরোহী সাইকেল চালাতে পারবেন।
রুবি ড্রাইভটির পেছনে অর্থায়ন করছে কিকস্টারটার নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরণের সৃজনশীল প্রকল্পে বিনিয়োগ করে থাকে। তারা এখন অনলাইন মাধ্যমে অনুদান সংগ্রহ করছে। নির্মাতা রুবি টিম জানায়, রুবি ড্রাইভ বাজারে আসার আগে কতকগুলো ধাপ পেরুতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষা সহ সনদপত্র সংক্রান্ত কাজ রয়েছে। চূড়ান্তভাবে আত্মপ্রকাশ করার আগে বাণিজ্যিক সনদের প্রয়োজন পড়বে।
তথ্যসূত্র: popsci.com
This post was last modified on আগস্ট ১, ২০১৩ 10:32 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
View Comments
dam koto???