Categories: সাধারণ

আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন ॥ সালমানের বিরুদ্ধে মামলা মিথ্যা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পুলিশের কাছে করা সাংসদ গোলাম মাওলা রনির মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় রনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে। আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে এই আবেদন করা হয়।

জানা গেছে, চাঁদা না পেয়ে হত্যা ও অপহরণ চেষ্টার অভিযোগ তদন্তে প্রমাণিত না হওয়ায় মামলার আসামি ইনডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক সালমান এফ রহমান ও দুই সাংবাদিককে অব্যাহতি দেয়ার সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। অপরদিকে মিথ্যা অভিযোগে মামলা দায়েরের অপরাধে ফৌজদারী কার্যবিধির বিধানমতে ক্ষমতাসীন দলের এমপি গোলাম মাওলা রনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।

গতকাল ৩০ জুলাই দাখিলকৃত আবেদনটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহামুদ আদনান গ্রহণ করেন। একইসঙ্গে আগামী ২১ আগস্ট এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আবু জাফর আদালতে এ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, গত ২০ জুলাই ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’ এর জন্য সংবাদ সংগ্রহের কাজে ক্যামেরাম্যান বকুলকে সঙ্গে নিয়ে ইমতিয়াজ মমিন রাজধানীর মেহেরবা প্লাজায় এমপি রনির অফিসে গেলে মারধরের শিকার হন। ভিডিওচিত্রে দেখা যায়, সংসদ সদস্য রনি নিজেই প্রতিবেদক ও চিত্রগ্রাহককে লাথি মারছেন। ওইদিন বিকালে রনির বিরুদ্ধে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় রনিসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। মামলায় হত্যাচেষ্টা, মারধর ও ভাংচুরের অভিযোগ আনা হয়। একইদিন নির্যাতিত ওই দুই সাংবাদিকসহ ইনডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক সালমান এফ রহমানকে আসামি করে রনিও পাল্টা মামলা করেন। সাংবাদিক পেটানোর মামলায় গত ২১ জুলাই ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে রনি জামিন পান। কিন্তু পরবর্তী সময়ে বাদীর জামিন বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আদালত গত ২৪ জুলাই তার জামিন বাতিল করলে ওইদিনই তিনি গ্রেফতার হন। পরেরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, উপরোক্ত মামলায় রনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। আগামী ১৩ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রনির জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে বলে জানা গেছে।

This post was last modified on জুলাই ৩১, ২০১৩ 9:19 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে

শাহরুখ খান কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…

% দিন আগে

অস্ট্রেলিয়ায় দাবানলে ভয়াবহ ক্ষয়ক্ষতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…

% দিন আগে