চিত্র-বিচিত্র

৩৫ লাখ টাকায় ‘আলাদিনের চেরাগ’ কিনে প্রতারিত হলেন চিকিৎসক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাগ্য বদলের নেশায় মত্ত এক চিকিৎসক আলাদিনের চেরাগ কিনে প্রতারিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

জানা যায়, দুই প্রতারক তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এই চেরাগ কিনলেই বিপুল সম্পত্তি এবং সুখের দিশা পাবেন। দেখতে আরব রজনীর সেই চেরাগের মতোই একটি নকল চেরাগ তৈরি করে তাতে আলো জ্বালানোর ব্যবস্থাও করেন ওই প্রতারক চক্র।

পরে ওই দুই প্রতারক এই চেরাগের জন্য চিকিৎসকের কাছে ২ লাখেরও বেশি ডলার দাবি করে। শেষ পর্যন্ত তা ৪১ হাজার ৫০০ ডলার দিয়ে (৩৫ লাখ ২১ হাজার ৭৫৪ টাকা) কিনে নেন তিনি। পরে এই প্রতারণার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আরও একজনকে খুঁজছে পুলিশ।

Related Post

জানা যায়, চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তরপ্রদেশের মিরাটের স্থানীয় থানায় প্রতারণার মামলা দায়ের করেন ওই চিকিৎসক। মামলার অভিযোগে তিনি বলেন যে, তিনি এক মাসের বেশি সময় ধরে জনৈক নারীর চিকিৎসা করছিলেন। এই সময় দুই ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই নারী সম্ভবত এই দু’জনের মা।

তিনি জানান, এর এক পর্যায়ে তারা আমাকে একজন স্বঘোষিত ধর্মগুরুর গল্পও বলেন। তাদের বাড়িতেও গিয়েছিলেন সেই গুরু। তারা ধীরে ধীরে আমাকে নানা বিষয় বোঝাতে থাকেন এবং এক পর্যায়ে সেই গুরুর সঙ্গে দেখা করার আমন্ত্রণও জানায়। পরে তিনি ওই গুরুর সঙ্গে দেখা করেন।

ওই চিকিৎসক একদিন সেই গুরুর সঙ্গে দেখা করতে গেলে সেখানে আলাদিনের চেরাগের জিনের বাদশাহর বেশে একজনকে হাজির করেন স্বঘোষিত ধর্মগুরু। চিকিৎসক অভিযোগপত্রে বলেছেন যে, আমি বুঝতে পারি অভিযুক্ত দু’জনের একজন প্রতীকী চরিত্র আলাদিনের বেশে আমার সামনে আসেন। চেরাগের সত্যতা বুঝানোর জন্য অভিযুক্তদের একজন জিনের ভানও করেন।

তারপর অভিযুক্তরা চিকিৎসককে সম্পদ, সুস্বাস্থ্য ও সৌভাগ্য বয়ে আনবে উল্লেখ করে আলাদিনের সেই চেরাগটি ভারতীয় ১ কোটি ৫০ লাখ রূপিতে বিক্রি করে দেওয়া হবে বলেও জানান। তবে ওই চেরাগটি তাৎক্ষণিকভাবে কিনে নেন ওই চিকিৎসক।

দেশটির মিরাটের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অমিত রাই ভারতীয় একটি টিভি চ্যানেলকে বলেন, অভিযুক্তরা একই উপায়ে অন্যান্য পরিবারের সঙ্গেও প্রতারণা করেছে। প্রতারক চক্রের দুই সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ এই চক্রের অন্য এক নারী সদস্যকে খুঁজছে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on নভেম্বর ৩, ২০২০ 11:48 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে