দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। তবে তাঁর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।
গতকাল (২০ ডিসেম্বর) দুপুরে দেশে ফেরার পর ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আব্দুল কাদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জানা যায়, ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন আব্দুল কাদের। সেখানে তার কেমোথেরাপি দেওয়ার কথাও ছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার রক্তের হিমোগ্লোবিন ক্রমশই কমছে। এই অবস্থায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানান চিকিৎসকরা। পরে তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করেন তারা।
ইতিপূর্বে, দেশবাসীর কাছে আব্দুল কাদেরের সুস্থতার জন্য দোয়া চেয়ে পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উনার অবস্থা এখন যেমন আছে তেমন থাকলে ফ্লাই করতে বড় কোনো সমস্যা হবে না বলে জানান চিকিৎসকরা। তারপরও ভয় হচ্ছে যে, এতো লম্বা একটা জার্নি। সবার কাছে আমরা দোয়া চাই। আল্লাহ যেনো উনাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন।
ব্যাকপেইন ছিল এই অভিনেতার। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে আশানুরূপ ফল না পাওয়ায় বাধ্য হয়েই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় পরিকল্পনা পরিবর্তন করতে হয়। দেশে পুরো শরীর সিটি স্ক্যান করার পর তার টিউমার ধরা পড়ে। তারপর চেন্নাই গিয়ে পরীক্ষা করে জানা যায়, তার প্যানক্রিসের ক্যান্সার পুরো শরীরেই ছড়িয়ে পড়েছে।
তিনি বর্তমানে অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছেন। বাংলাদেশে চিকিৎসায় ভালো ফলাফল না আসায় গত ৮ ডিসেম্বর তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে বদি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন আব্দুল কাদের। বাংলাদেশের টেলিভিশন দর্শকদের কাছে তিনি বদি নামেই অধিক পরিচিত। এছাড়াও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ অনুষ্ঠানেরও পরিচিত মুখ তিনি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।