দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই সড়কে নামছে দ্রুত গতির চালকবিহীন ইলেকট্রিক গাড়ি। এই গাড়ি ঘন্টায় ১২০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে।
বিশেষ প্রযুক্তির এই গাড়ি তৈরি করছে জুক্স নামে একটি প্রতিষ্ঠান। সম্প্রতি জুক্স’কে অধিগ্রহণ করে অ্যামাজন। চালকবিহীন এই গাড়ি প্রকৃত পক্ষে রোবট ট্যাক্সি। এর আসন সংখ্যা ৪।
জানা যায়, এই ইলেকট্রিক গাড়িটি হবে বাই-ডিরেকশনাল। অর্থাৎ এটিকে ফরওয়ার্ড কিংবা ব্যাকওয়ার্ডে সমানে চালানো যাবে। এর ছোট ছোট স্টাইলিশ চাকাগুলো বেশ আকর্ষণীয়। যা গাড়িটিকে গন্তব্যে পৌঁছাতে বা যথাসময়ে গাড়ি পার্ক করাতেও বিশেষভাবে সাহায্য করবে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কোনও চালক কিংবা স্টিয়ারিং হুইল ছাড়াই দুরন্ত গতিতে ছুটতে পারবে এই গাড়িটি। এ ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ মাইল কিংবা ১২০ কিলোমিটার বেগে চলতে পারবে এই গাড়িটি।
ব্যাটারিতেই চলবে এই রোবোট্যাক্সি। সেই জন্য গাড়িটির মধ্যে ১৩৩ কিলোওয়াট আওয়ারে ব্যাটারি ইনস্টল করা থাকবে। সম্পূর্ণ চার্জ করে নিলে একটানা ১৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারে এই গাড়িটি। সংস্থাটির দাবি, ব্যাটারি যদি ঠিকভাবে চার্জ করা হয়, তাহলে কোনও ব্রেক ছাড়াই প্রায় সারা দিন কাজ করতে পারবে নতুন এই গাড়িটি।
জুক্স নামে এই গাড়িকে অধিক কর্মক্ষম করে তোলার জন্য এর মধ্যে একাধিক ফিচার এবং টেকনোলজিও ইনস্টল করা হয়েছে। প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, জুক্স এর মধ্যে এআই টেকনোলজি ইনস্টল করা হয়েছে। রয়েছে ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেমও। অর্থাৎ রাস্তায় একবার চলতে শুরু করলে আগাম বিপদ সম্পর্কে নিজে থেকেই সচেতন হবে এই গাড়িটি। এ ক্ষেত্রে রাস্তায় উল্টো দিক থেকে অন্য গাড়ি এলেও, পথযাত্রী এমনকি রাস্তার মাঝে কোনও পশুপাখি চলে এলেও তা আগাম টের পেয়ে যাবে এই গাড়িটি। নতুন এই যানটিতে সেট করা রয়েছে একাধিক ক্যামেরা, র্যাডার এবং লাইডার টেকনোলজি। যে কারণে আশপাশে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে নজরদারি চালাতে পারে এই যানটি। প্রস্তুতকারীরা জানিয়েছেন, যে কোনও অ্যাঙ্গেল থেকেই ১৫০ মিটার পর্যন্ত এলাকায় নজরদারি চালাতে সক্ষম এই গাড়িটি।
তবে আকর্ষণীয় লুকের এই যান তথা সেলফ ড্রাইভিং শাটল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। বর্তমানে লাস ভেগাস এবং সান ফ্রান্সিস্কোতে গাড়িটির পরীক্ষা চালানো হচ্ছে। বিশ্ববাজারে সাধারণের জন্য এটি কবে থেকে পাওয়া যাবে তা অবশ্য এখনও জানানো হয়নি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।